12-09-2021, 10:24 AM
(11-09-2021, 08:02 PM)Bumba_1 Wrote: বর্তমানে গল্প লিখতে পারছি না তো কি হয়েছে ..পড়তে তো ক্ষতি নেই।
এখন আমার শরীরের যা অবস্থা তাতে করে অসহ্য যন্ত্রণায় প্রায় অবশ হয়ে যাওয়া জায়গাগুলোতে ডাক্তারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপিস্টকে ইলেকট্রিক শক দিতে হচ্ছে প্রতিদিন দুইবার করে।
ভাবলাম একবার আমার বাড়ির লোককে বলি ইলেকট্রিক শক দেওয়ার কি দরকার .. তার থেকে ভাবিজি'র লেখা পড়লে শরীরে শক অধিকমাত্রায় খাই আমি।
তারপর ভেবে দেখলাম এই সব কথা বললে আমাকে মেরে বাড়ি থেকে বার করে দেবে .. তাই মৌন থাকাই উপযুক্ত মনে করলাম।
আচ্ছা এ রকম কেন হয় ? পৃথিবীর সব ভাল বস্তু , ভাল ব্যাপার , ভাল লেখা , ভাল মানুষ -- অ্যাতো ''দুর্লভ'' ( কখনো বা অতি-সংক্ষিপ্ত ) হয়ে ওঠে কেন ? মনীষী তারাশঙ্করের সেই অবিস্মরণীয় আক্ষেপ - '' জীবন অ্যাতো ছোট ক্যানে ...? !'' - সুস্থতার জন্যে দোয়া করছি জনাবজী । সালাম ।