12-09-2021, 12:56 AM
(This post was last modified: 12-09-2021, 12:58 AM by Neellohit. Edited 3 times in total. Edited 3 times in total.)
টি,ভি টা চালিয়ে একটা সিনেমা দেখতে দেখতে ড্রিংকসের সিপ্ নিচ্ছিলো সম্বিত , হটাৎ দরজায় ঘন্টা বাজলো , সম্বিত ভাবলো রুম সার্ভিস '' কাম ইন '' দরজা খুলে ঢুকলো দেবিকা ,পরনে স্লিভলেস নাইটি , সম্বিত অপ্রুস্তুত ড্রিংকসের গ্লাস লুকোবে নাকি বোতল ! দেবিকা বললো '' থাক আর লুকোতে হবে না , ঘরে বোর হচ্ছিলাম , তাই ভাবলাম আপনার সাথে একটু আড্ডা দিই , আপনার অসুবিধা থাকলে আমি চলে যাই !'' সম্বিত কিংকর্তব্যবিমূড় হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলো না , দেবিকাই বললো '' তাহলে আমি যাই ?'' সম্বিত হুঁশ ফিরে পেলো যেন ওর কথায় '' না না আমি সব সরিয়ে দিচ্ছি , আপনি বসুন না '' '' থাক সরাতে হবে না , এতো সংকোচও করতে হবে না আমার কোনো সমস্যা নেই চালিয়ে যান '' দেবিকার ঠোঁটে হাসির রেখা ! সম্বিত নিশ্চিন্ত হলো গ্লাসটা নিয়ে ড্রিংকসে চুমুক দিলো , দেবিকা হটাৎ বললো '' সম্বিত'দা আপনি কি কোনো এটিকেট জানেননা ?'' সম্বিত আবার অপ্রুস্তুত বললো '' মানে ?'' '' সামনে কেউ থাকলে তাকেও ড্রিঙ্কস অফার করতে হয় জানেন না ?'' '' আপনি খান ? মানে খাবেন ?'' '' নয়তো বলছি কেন ?'' সম্বিত আর একটা গ্লাস নিয়ে ড্রিংক বানিয়ে দেবিকার দিকে বাড়িয়ে দিলো , দেবিকা নিয়ে এক চুমুকে ড্রিঙ্কটা শেষ করে গ্লাসটা সম্বিতকে ফিরিয়ে দিলো , পরপর তিন পেগ ড্রিংক ঘটঘট করে খেয়ে নিলো দেবিকা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললো '' উফফফফ আফটার এ লং টাইম , কত্তদিন পর মদ খেলাম !'' সম্বিতের তখনও ঘোর কাটেনি '' আপনি ড্রিংক করেন ?'' '' ফার্স্ট নো আপনি , আপনি আমার বন্ধুর বর , হ্যাঁ আমার বর বানিয়ে দিতো আমি খেতাম , ও মারা যাওয়ার পর লাস্ট দু'বছর খাইনি , আজ দেখে লোভ সামলাতে পারলামনা '' দেবিকার ঠোঁটে মুচকি হাসি '' কি করবো বলুন বিধবা বহু , মদ খাওয়া যায় ?'' একটু থেমে বললো সম্বিত'দা মৌসুমীকে আবার এইসব বলবেন না যেন '' '' না না '' সম্বিত বললো , আরো একটা ড্রিংক বানিয়ে দেবিকার দিকে গ্লাসটা এগিয়ে দিলো সম্বিত এইবার দেবিকা ছোটো ছোটোসিপ্ নিতে থাকলো চুপ করে , ঘরের সিলিঙের দিকে তাকিয়ে মাথাটা এলিয়ে দিলো , রিলাক্স করে পাদুটো ছড়িয়ে দিয়ে বসলো , ওর দুই চোখের কোল বেয়ে জল গড়াচ্ছে '' আপনি মানে তুমি কাঁদছো ?'' দেবিকা চোখ মুছে উঠে বসলো ঠোঁটে হাসি টেনে এনে বললো '' না এমনি চোখে জল এসে গিয়েছে সুধীরের ( দেবিকার বর ) কথা মনে এলো .....তাই '' |