11-09-2021, 11:51 PM
(11-09-2021, 11:37 PM)Bumba_1 Wrote: প্রথমতঃ মুষ্টিমেয় কিছু ব্যক্তির নাম উল্লেখ করে শুধু শুধু বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ নেই। আমি নির্দিষ্টভাবে কারোর গল্প নিম্ন রুচির বলিনি।
দ্বিতীয়তঃ শুধু শুধু জ্বলে-পুড়ে তো লাভ নেই। মাসের পর মাস বছরের পর বছর টেনে নিয়ে না গিয়ে খুব অল্প দিনে শেষ করেও আমার লেখা কাহিনীগুলি সত্যিই খুব জনপ্রিয়তা লাভ করেছে এই সাইটে। গল্পগুলির views দেখলেই সেটা বোঝা যাবে। যদিও আমার লেখা আদিরসাত্মক কাহিনীগুলি যে খুব একটা উচ্চ মানের নয় এর উল্লেখ আমি অনেকদিন আগেই আমার গল্পগুচ্ছ থ্রেডে থাকিস নে বসে তোরা সুদিন আসবে বলে গল্পে করেছি। তাই আত্মসমালোচনা করার সৎসাহস যখন আমার আছে তখন অন্যের ভুলত্রুটি ধরিয়ে দিতে যে আমি পিছপা হব না সেটা বলাই বাহুল্য।
তৃতীয়তঃ আপনি আমার থ্রেডে এসে একটি নেগেটিভ কমেন্ট করেছেন। আমি তো সেটার বিরুদ্ধে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করিই নি, উল্টে আপনার কথার সঙ্গে সহমত হয়েছি। তার সঙ্গে জুড়ে দিয়েছি আপনার শেয়ার করা কিছু নিম্নমানের গল্পের কথা। এতে আপনার গায়ে লাগার তো কিছু হয়নি, কারন একটা সৃষ্টিও আপনার নয়। প্রায় ৩০টা আপডেট সহকারে একটি বিশাল উপন্যাস লেখা যে কতটা কঠিন যারা লিখতে পারেনা ব্যাপারটা তাদের বোধগম্য হওয়ার কথাও নয়।
ফালতু টেনশন না করে নিজের স্বাস্থ্যের দিকে নজর দাও আপাতত , আমার ভালো লাগেনি তো লাগেনি , কয়েক লক্ষ লোকের ভালো লেগেছে সেটাই বড়ো ব্যাপার ..
একজন লোকের জন্য কি আসে যায় , আর আমি প্রথম দুটো পর্ব ছাড়া আর পড়িনি , ইচ্ছে করেনি ... হয়তো পুরোটা শেষ হবার পরে সব কিছু বদলে যাবে , কে বলতে পারে !!