11-09-2021, 03:54 AM
(10-09-2021, 08:40 AM)Newsaimon85 Wrote: এইখানে অনেকে অনেকদিন কেন কোন আপডেট দেওয়া হয় না এটা নিয়ে ক্ষোভ, হতাশা জানিয়েছেন। তাদের ক্ষোভ, হতাশা যুক্তিযুক্ত। তবে এই করোনাকালে চাকরির বাজার বড় শক্ত। এই শক্ত বাজারে হোচট খেয়ে সেখান থেকে উঠে দাড়াতে গত এক বছর সব শক্তি ব্যয় হয়েছে। এরপর আর লেখার মত ইচ্ছা বজায় ছিল না। এখন সব কিছুটা স্থিতিশীল। সব ঠিকঠাক থাকলে লেখা হবে গল্পটা।
ভাই, কি বলে ধন্যবাদ দেবো সেটাই বুঝতে পারছিনা। সময় নেন, সময় নিয়েই আপডেট দেন। তবে সময় নিয়ে নিয়ে হলেও একটু নিয়মিত, সবিনয় অনুরোধ।