10-09-2021, 09:06 PM
(10-09-2021, 08:40 AM)Newsaimon85 Wrote: এইখানে অনেকে অনেকদিন কেন কোন আপডেট দেওয়া হয় না এটা নিয়ে ক্ষোভ, হতাশা জানিয়েছেন। তাদের ক্ষোভ, হতাশা যুক্তিযুক্ত। তবে এই করোনাকালে চাকরির বাজার বড় শক্ত। এই শক্ত বাজারে হোচট খেয়ে সেখান থেকে উঠে দাড়াতে গত এক বছর সব শক্তি ব্যয় হয়েছে। এরপর আর লেখার মত ইচ্ছা বজায় ছিল না। এখন সব কিছুটা স্থিতিশীল। সব ঠিকঠাক থাকলে লেখা হবে গল্পটা।
ওরেরে....সাইমন ভাই এসে গেছে। হইহই রইরই।???। ভাই খুব খুবিই খুশি হয়েছি। দুয়েকদিন পর পর জাস্ট আপনার গল্পের আপডেট জানার জন্য সাইটে আসতাম আর হতাশ হয়ে চলে যেতাম। কিযে খুশি লাগচে ভাই এখন?।
ভাই আপনার কাছে এখন দুয়েকটা দাবি।
১। এবারে অবশ্য অবশ্যই উপন্যাসটা শেষ করবেন।
২। দ্রুত শেষ করবেননা। এরকম অসাধারণ লেখা দ্রুত শেস করলে মজাটাই শেষ হয়ে যাবে। লেখাটা অনেক অনেকদুর টানবেন।
৩। এন্ড অবশ্য অবশ্যই নিয়মিত আপডেট দিবেন। নির্দিষ্ট আপডেট গ্যাপটা আপনি আমাদের জানিয়ে দিলেই হল।
ভাই এটা হল আপনার লেখার একজন ক্ষুদ্র ভক্তের পক্ষ থেকে দাবি, আবদার। বাকিটা আপনার ইচ্ছা।?
পরিশেষে শুভ পুনরাগমন।