10-09-2021, 06:39 PM
যাই হোক উনি এসে ঘরে ঢুকলেন। বাসর রাতে বসে থাকা বউয়েরা ছাড়া আমার দেহ মনের অবস্থা আর কেউ বুঝবে না। তার সঙ্গে আরো যুক্ত হয়েছে আমার এই অসম বয়সের বিয়ের যন্ত্রনা। উনি এসে খাটে বসে পড়লেন। বললেন, লিজা সরি, দেরী হয়ে গেল। আসলে অফিসের লোকদের কাজ বুঝিয়ে দিয়ে আসতে একটু সময় লাগল। আমি মাথা নীচু করে রইলাম। মনে মনে বললাম, অফিসের কাজ না ছাই, মদ গিলে এখন বাহানা করতে এসেছে। এই লোকটি প্রথম দিন থেকেই বউকে মিথ্যা বলছে। আমি যদিও মদের কোন গন্ধ পেলাম না। সে বলল, এস তোমার ঘোমটাটা খুলি।
আমার নিযের অজান্তেই চোখ দুটি বন্ধ হয়ে গেল। সে বলল, কি অপুর্ব লাগছে তোমাকে। লাল দুটি ঠোট, সুন্দর গাল। হাত দিয়ে আমার ঠোটটা ছুয়ে দিল। সত্যি কি সুন্দর তুমি। মনে হয় আমি যেন তোমাকে ভালোবাসি। হয়ত বানিয়ে বলছে। কিন্তু আমার রুপের প্রসংশা এই প্রথম কোন পুরুষের মুখে শুনলাম। কালো মেয়ে বলে আমার সারা জীবন অবহেলা ছিল। আর এখন প্রশংসা শুনছি, তাও নিজের স্বামীর কাছ থেকে। তার কথাগুলো শুনে আমার মনে ঝড় বয়ে গেল। সারা দেহ শিরশির করে উঠল। এই বুড়োকে দেখতে চাই। ভয়ে ভয়ে আস্তে চোখ খুললাম।
আমি যেমন মনে করেছিলাম, তেমন বুড়ো তাকে দেখলে মনে হয় না। হ্যা, দেখতে বয়স্ক লাগে, কিন্তু বুড়ো নয়। একটু ভুড়িওয়ালা, বেশ স্বাস্থবান, পুরু গোফ, কাচা পাকা চুল। আর বেশ ফর্সা। তেমন সুদর্শন না হলেও চেহারার মধ্যে কেমন যেন একটা আভিজাত্য রয়েছে। তার কথা শুনে আমি যেমন গলে গিয়েছি, আরো গলে গেলাম তাকে দেখে। সে আমার দিকে তাকিয়ে হেসে রয়েছে। আমার ঘোর কাটতেই আমি একটু মুচকি হাসি দিলাম। সে আরো বেশী হেসে সাড়া দিল। বলল, লিজা, আমি জানি তোমার বিয়েটা আমার সঙ্গে জোর করে দেওয়া হয়েছে। তোমার মতন একজন সুন্দরী মেয়ে আমার মতন বুড়োকে বিয়ে করতে রাজী হওয়ার কথা নয়। কিন্তু বিশ্বাস কর। আজ বহু বছর ধরে আমি একা। আমার মেয়ের দিকে তাকিয়ে আমি বিয়ে করতে পারিনি।
এখন মেয়ে বড় হয়েছে। এই বয়সে আমার সঙ্গি দরকার। আমি হয়ত পারতাম বয়স্ক একটি নারী বিয়ে করতে কিন্তু বয়স্ক নারী আমার সংসার মানিয়ে নিতে পারত না। সংসারে অশান্তি বাড়ত। অল্প বয়সের মেয়ে নতুন সংসারে মানিয়ে নিতে পারবে। এই মনে করে আমি অল্প বয়সী মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। ঘটনাক্রমে তোমাকে বিয়ে করার সুযোগ পাই। আমি জানি আমি স্বার্থপরের মতন তোমার উপরে এক ধরনের জুলুম করেছি। কিন্তু আমি তোমাকে কোন জোর জবর্দস্তি করব না। তুমি রাজী না হওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসব না।
আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পরতে লাগল। পানি দেখে সে আমার মাথায় হাত বুলিয়ে দিল। বলল , লিজা, তুমি শান্ত হও। কান্না করবে না। আমি বলেছি তো আমি তোমাকে জোর করব না। আমার কান্না আরো বেড়ে গেল। সে টিস্যু নিয়ে এসে আমাকে দিল। আমি আসলে কান্না করছি খুশিতে। আমার বর তেমন বুড়ো নয়, আমাকে পছন্দ করেছে, আবার কোন জোর করছে না। আমি আমার এই সৌভাগ্যে মহা খুশি। সে যদি আমাকে এখন জোর করে – আমি সব তার কাছে বিলিয়ে দিব।
আমার নিযের অজান্তেই চোখ দুটি বন্ধ হয়ে গেল। সে বলল, কি অপুর্ব লাগছে তোমাকে। লাল দুটি ঠোট, সুন্দর গাল। হাত দিয়ে আমার ঠোটটা ছুয়ে দিল। সত্যি কি সুন্দর তুমি। মনে হয় আমি যেন তোমাকে ভালোবাসি। হয়ত বানিয়ে বলছে। কিন্তু আমার রুপের প্রসংশা এই প্রথম কোন পুরুষের মুখে শুনলাম। কালো মেয়ে বলে আমার সারা জীবন অবহেলা ছিল। আর এখন প্রশংসা শুনছি, তাও নিজের স্বামীর কাছ থেকে। তার কথাগুলো শুনে আমার মনে ঝড় বয়ে গেল। সারা দেহ শিরশির করে উঠল। এই বুড়োকে দেখতে চাই। ভয়ে ভয়ে আস্তে চোখ খুললাম।
আমি যেমন মনে করেছিলাম, তেমন বুড়ো তাকে দেখলে মনে হয় না। হ্যা, দেখতে বয়স্ক লাগে, কিন্তু বুড়ো নয়। একটু ভুড়িওয়ালা, বেশ স্বাস্থবান, পুরু গোফ, কাচা পাকা চুল। আর বেশ ফর্সা। তেমন সুদর্শন না হলেও চেহারার মধ্যে কেমন যেন একটা আভিজাত্য রয়েছে। তার কথা শুনে আমি যেমন গলে গিয়েছি, আরো গলে গেলাম তাকে দেখে। সে আমার দিকে তাকিয়ে হেসে রয়েছে। আমার ঘোর কাটতেই আমি একটু মুচকি হাসি দিলাম। সে আরো বেশী হেসে সাড়া দিল। বলল, লিজা, আমি জানি তোমার বিয়েটা আমার সঙ্গে জোর করে দেওয়া হয়েছে। তোমার মতন একজন সুন্দরী মেয়ে আমার মতন বুড়োকে বিয়ে করতে রাজী হওয়ার কথা নয়। কিন্তু বিশ্বাস কর। আজ বহু বছর ধরে আমি একা। আমার মেয়ের দিকে তাকিয়ে আমি বিয়ে করতে পারিনি।
এখন মেয়ে বড় হয়েছে। এই বয়সে আমার সঙ্গি দরকার। আমি হয়ত পারতাম বয়স্ক একটি নারী বিয়ে করতে কিন্তু বয়স্ক নারী আমার সংসার মানিয়ে নিতে পারত না। সংসারে অশান্তি বাড়ত। অল্প বয়সের মেয়ে নতুন সংসারে মানিয়ে নিতে পারবে। এই মনে করে আমি অল্প বয়সী মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। ঘটনাক্রমে তোমাকে বিয়ে করার সুযোগ পাই। আমি জানি আমি স্বার্থপরের মতন তোমার উপরে এক ধরনের জুলুম করেছি। কিন্তু আমি তোমাকে কোন জোর জবর্দস্তি করব না। তুমি রাজী না হওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসব না।
আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পরতে লাগল। পানি দেখে সে আমার মাথায় হাত বুলিয়ে দিল। বলল , লিজা, তুমি শান্ত হও। কান্না করবে না। আমি বলেছি তো আমি তোমাকে জোর করব না। আমার কান্না আরো বেড়ে গেল। সে টিস্যু নিয়ে এসে আমাকে দিল। আমি আসলে কান্না করছি খুশিতে। আমার বর তেমন বুড়ো নয়, আমাকে পছন্দ করেছে, আবার কোন জোর করছে না। আমি আমার এই সৌভাগ্যে মহা খুশি। সে যদি আমাকে এখন জোর করে – আমি সব তার কাছে বিলিয়ে দিব।