10-09-2021, 03:33 PM
অবাঞ্চিত
মা-বাবা আমাদের লেখা পড়া করানোর জন্য একজন মাষ্টার রাখলেন, মাষ্টারের নাম আলাউদ্দিন। মাষ্টারদা তখন আমাদের স্থানীয় কলেজে ইন্টারে পড়তেন। আমি তখন সেভেনে এবং আমার ভাই ফাইভে পড়ত। আমরা মাষ্টারদা কে দাদা বলে সম্বোধন করতাম। মাষ্টার-দা ও আমাদের কে ভাই বোনের মত নাম ধরে ডাকত, আমাকে আরজু আর আমার ভাইকে জাহাঙ্গীর বলে ডাকত। মাষ্টারদা লেখা পড়ায় খুব ভাল ছিল, আমাদেরকে ভাল বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন, আমাদের লেখা পড়া এবং কলেজের পাঠ যতক্ষন না শেষ হত ততক্ষন নিজের পড়া পড়তেন না, আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজের পাঠে মনযোগ দিতেন। মাষ্টার-দার বদৌলতেই আমি ভাল্ভাবে পাশ করে সেবার সেভেন হতে এইটে উঠলাম, আর আমার ভাই দশের নিচে থেকে ওয়ান হতে ফাইভে উঠা ছাত্র ফাইভে প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট টা আমাদের মা-বাবার মনে মাষ্টারদার প্রতি এত বেশী ভালবাসা ও আন্তরিকতা সৃস্টি করেছিল যে , মাষ্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপুর্ণ ব্যক্তিতে পরিনত হল। পরিবারের সব কাজ কর্ম মাষ্টারদার পরামর্শ ছাড়া হত না।আমার বাবা সামরিক বাহীনীতে চাকরী করতেন তাই তিনি বার মাসে দশ মাস বাড়ি থাকতেন না , তদুপরী আমার ভাই ছিল ছোট, পরিবারের সকল সমস্যায় মাষ্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে উঠে।আমার মা বাবা ও মাষ্টারদাকে অগাধ বিশ্বাস করতেন। আমাদের জায়গা জমি মাষ্টার দার পরামর্শতে বেচা কেনা হত।আমাদের পড়ার ঘরটা আমাদের মুল ঘর হতে আলাদা ছিল, আমাদের মুল ঘরের এবং পড়ার ঘরের মাঝখানে আট ফুট রাস্তার কারনে ফাক ছিল। পড়ার ঘরে দুটি রুম ছিল, মুল ঘর আর বারান্দা। আমরা মুল কামরাতে পড়তাম। আমি আর মাষ্টারদা সামনি সামনি হয়ে মুখোমুখি বসতাম আর আমার ভাই আমার বাম পাশে এবং মাষ্টার দার ডান পাশে বসে পড়ত। একদিন আমার পড়া কিছুতেই মুখস্ত হচ্ছিল না, মাষ্টার দা আমাকে বকাবকি করছিলেন , আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষন না শেষ হয়। আমার ভায়ের পড়া তখন শেষ কিন্তু আমার জন্য তাকেও বসিয়ে রেখেছে, তখন আমার বাবা বাড়ীতে ছিল, মাষ্টারদার বকাবকি দেখে আমার ভাইকে বাবা বলল জাহাংগীর তুমি চলে এস, তোমার আপার পড়া ভারী , তোমার আপা পড়ুক বাবার কথা শুনে ভাইকে মাষ্টার দা ছুটি দিয়ে আমাকে বসিয়ে রাখল। আমাকে আরো দুই ঘন্টা ধরে রেখে সম্পুর্ন পড়া আদায় করে ছুটি দিল। সকালে বাবার সাথে নাস্তা করার সময় বাবা মাষ্টারদাকে বললেন, আলাউদ্দিন দেখ তুমি আমার ছেলের মত, কোন প্রকার সংকোচ করবেনা, আরজুর পড়া শেষ হয়নি বলে জাহাংগীরকে ও ধরে রাখবে না, তাহলে জাহাংগীরের তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে, আরজুর পড়া ভারী সেটা আমি বুঝি, তার শেখতে ও সময় লাগবে, যতক্ষন সময় লাগুক না কেন , তার পরা শেষ করেই ছুটি দেবে , প্রয়োজনে সারারাত লাগুক না কেন তাই করবে । তোমার সংকোচ করার দরকার নাই। মাষ্টারদা জি কাকা বলে মিটি মিটি হাসছিলেন।
মা-বাবা আমাদের লেখা পড়া করানোর জন্য একজন মাষ্টার রাখলেন, মাষ্টারের নাম আলাউদ্দিন। মাষ্টারদা তখন আমাদের স্থানীয় কলেজে ইন্টারে পড়তেন। আমি তখন সেভেনে এবং আমার ভাই ফাইভে পড়ত। আমরা মাষ্টারদা কে দাদা বলে সম্বোধন করতাম। মাষ্টার-দা ও আমাদের কে ভাই বোনের মত নাম ধরে ডাকত, আমাকে আরজু আর আমার ভাইকে জাহাঙ্গীর বলে ডাকত। মাষ্টারদা লেখা পড়ায় খুব ভাল ছিল, আমাদেরকে ভাল বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন, আমাদের লেখা পড়া এবং কলেজের পাঠ যতক্ষন না শেষ হত ততক্ষন নিজের পড়া পড়তেন না, আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজের পাঠে মনযোগ দিতেন। মাষ্টার-দার বদৌলতেই আমি ভাল্ভাবে পাশ করে সেবার সেভেন হতে এইটে উঠলাম, আর আমার ভাই দশের নিচে থেকে ওয়ান হতে ফাইভে উঠা ছাত্র ফাইভে প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট টা আমাদের মা-বাবার মনে মাষ্টারদার প্রতি এত বেশী ভালবাসা ও আন্তরিকতা সৃস্টি করেছিল যে , মাষ্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপুর্ণ ব্যক্তিতে পরিনত হল। পরিবারের সব কাজ কর্ম মাষ্টারদার পরামর্শ ছাড়া হত না।আমার বাবা সামরিক বাহীনীতে চাকরী করতেন তাই তিনি বার মাসে দশ মাস বাড়ি থাকতেন না , তদুপরী আমার ভাই ছিল ছোট, পরিবারের সকল সমস্যায় মাষ্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে উঠে।আমার মা বাবা ও মাষ্টারদাকে অগাধ বিশ্বাস করতেন। আমাদের জায়গা জমি মাষ্টার দার পরামর্শতে বেচা কেনা হত।আমাদের পড়ার ঘরটা আমাদের মুল ঘর হতে আলাদা ছিল, আমাদের মুল ঘরের এবং পড়ার ঘরের মাঝখানে আট ফুট রাস্তার কারনে ফাক ছিল। পড়ার ঘরে দুটি রুম ছিল, মুল ঘর আর বারান্দা। আমরা মুল কামরাতে পড়তাম। আমি আর মাষ্টারদা সামনি সামনি হয়ে মুখোমুখি বসতাম আর আমার ভাই আমার বাম পাশে এবং মাষ্টার দার ডান পাশে বসে পড়ত। একদিন আমার পড়া কিছুতেই মুখস্ত হচ্ছিল না, মাষ্টার দা আমাকে বকাবকি করছিলেন , আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষন না শেষ হয়। আমার ভায়ের পড়া তখন শেষ কিন্তু আমার জন্য তাকেও বসিয়ে রেখেছে, তখন আমার বাবা বাড়ীতে ছিল, মাষ্টারদার বকাবকি দেখে আমার ভাইকে বাবা বলল জাহাংগীর তুমি চলে এস, তোমার আপার পড়া ভারী , তোমার আপা পড়ুক বাবার কথা শুনে ভাইকে মাষ্টার দা ছুটি দিয়ে আমাকে বসিয়ে রাখল। আমাকে আরো দুই ঘন্টা ধরে রেখে সম্পুর্ন পড়া আদায় করে ছুটি দিল। সকালে বাবার সাথে নাস্তা করার সময় বাবা মাষ্টারদাকে বললেন, আলাউদ্দিন দেখ তুমি আমার ছেলের মত, কোন প্রকার সংকোচ করবেনা, আরজুর পড়া শেষ হয়নি বলে জাহাংগীরকে ও ধরে রাখবে না, তাহলে জাহাংগীরের তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে, আরজুর পড়া ভারী সেটা আমি বুঝি, তার শেখতে ও সময় লাগবে, যতক্ষন সময় লাগুক না কেন , তার পরা শেষ করেই ছুটি দেবে , প্রয়োজনে সারারাত লাগুক না কেন তাই করবে । তোমার সংকোচ করার দরকার নাই। মাষ্টারদা জি কাকা বলে মিটি মিটি হাসছিলেন।