Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
# কথোপকথন

 
-"হাই আকাশ!"
-"হাই...হাই রাই!"
-"স্যরি, আপনাকে বসিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ "
-"না না, নো প্রবলেম"
-"আসলে, ভেবেছিলাম আজ ক্যান্সেল করে দেব। তারপর ভাবলাম, আবার কবে টাইম হবে... আপনার নিশ্চিয়ই আরও অনেকের সাথে দেখা করার আছে, তারমধ্যেও রবিবারটা আমাকে দিতে চাইছেন...তাই এলাম আর কি!"
-"অনেকের সাথে দেখা করার আছে বলতে, ওই... মাসি -পিসি, কাকিমা -জ্যেঠিমা... এই আর কি! বুঝতেই পারছেন, আবার কবে ছুটি পাই না পাই! কিন্তু আপনি ক্যান্সেল কেন করতে চাইছিলেন? মানে... যদি শেয়ার করতে প্রবলেম না হয় বলতে পারেন...
-"না না, প্রবলেম নেই। আসলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস ছিল সকাল থেকে।"
-"মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস? "
-"হ্যাঁ! এতে অবাক হচ্ছেন কেন? ! আচ্ছা! নিজের তথাকথিত 'গোপন' ব্যাপার নিয়ে ওপেনলি বলছি বলে অসুবিধা, তাই না?"
-"না না.."
-"দেখুন, আমি এটাই দেখতে চাইছিলাম। ক্র্যাম্পস শুনে চমকে ওঠেন কিনা। আসলে আমাদের দেশের পুরুষেরা তো এখনও পিরিয়ডস কে মেনেই নিতে পারেন নি! এমন ভাব করেন যেন এরকম কিছু হয় বলে ওঁরা জানেন না!"
-"দেখুন, রাই..."
-"আমাদের সবেতে আপনাদের সমস্যা, তাই না? শুনুন, আমি একজন মহিলা, আমার পিরিয়ডস হয়। আমার জামা মাঝে মাঝে এদিক ওদিক সরে যায়, তাতে অন্তর্বাস দেখা যেতে পারে আর আমি বিরিয়ানি দেখলে মাথার ঠিক রাখতে পারিনা, 'আনকুল' ভাবে খেতে শুরু করি।"
-"আমার কোভিড হয়েছিল। সতেরোদিন আইসোলেশানে ছিলাম। তারপরই ভাইরাল ফিভার হয়ে গেছিল। কাশিটা তো অনেকদিন জ্বালিয়েছে।"
-"হ্যাঁ, মানে... এখন তো আপনি ঠিক আছেন, তাই না?"
-"আপনার সমস্যা নেই? একজন এক্স কোভিড পেশেন্টের সাথে দেখা করতে এসে?"
-"আরে, কি মুশকিল? আমি কি সেসব বলেছি?"
-"সেকি! সমস্যা নেই? শুনুন, যখন রাস্তার দোকানে রোল বানানো হয়, তখন দাঁড়িয়ে পড়ি। ওই ডিমটা ফেটানোর পরে গরম তেলে যখন দেওয়া হয়, একটা ফাটাফাটি গন্ধ বের হয়... দারুণ লাগে তখন... আমি আনকুল ঠিক না, এক্কেবারে ষাঁড়েদের মতো রাস্তায় দাঁড়িয়ে পড়ি।"
-"ষাঁড়? হি হি!"
-"উফ! বাব্বা! হাসলেন তবে! আমি তো ভাবছিলাম খালি ঝগড়াই হবে!"
-"হি হি... আমি জাস্ট ভিজ্যুয়ালাইজ করছি... আপনি...ষাঁড়ের মতো...গন্ধ শোঁকার জন্য...আচ্ছা..লোভ দেন রোলের ওপর?"
-"একদম দিই! কত লোকের যে পেটখারাপ হয়েছে আমার নজরে!"
-"হি হি! উফ, তুমি হেব্বি লোক তো!"
-"তাই? তাহলে বলো, হঠাৎ করে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পসের জন্য আমাকে বকতে শুরু করলে কেন?"
-"ক্র্যাম্পস তো ছিলই। তবে বেশিরভাগ ছেলেই আকাশ থেকে পড়ে কিনা পিরিয়ডসের কথা শুনলে, তাই!"
-"অভয় দিলে একটা কথা বলি?"
-"সিওর!"
-"তুমিই তো বললে পিরিয়ডস খুব সাধারণ একটা ব্যাপার? এক্কেবারে জ্বর- সর্দি- কাশির মতো? তাহলে এটাকে নিয়ে এত হাশ হাশ, গোপন করার ভাব কেন? পিরিয়ডস হবেই। কারো কারো শরীরও খারাপ হয়। তাদের রেস্ট, খাবার ঠিকমতো করা উচিৎ, তাই না? পিরিয়ডস হয়, এটা জেনেও না জানার ভান করা যেমন অন্যায়, তেমনি 'আলাদা' ভাবার চেষ্টাটাও তো ভান, তাই না?"
-"হুম!"
-"শোনো, আমাদের একটা ফান্ডা আছে, মেয়েরা শুধু 'হুম' বলার মানে সেই ছেলের সাথে আর জীবনেও ডেট করবে না! এদিকে আমার আবার তোমাকে ম্যাট্রিমনিয়াল সাইটে দেখেই ভাল লেগেছিল, আর যেভাবে তুমি বিরিয়ানির জন্য লড়ে গেলে, তাতে আরও ভাল লেগে গেছে। কিন্তু এই 'হুম' টার জন্যই ভয় পাচ্ছি!"
-"কী যে বলো না! আর কে বলেছে এসব বাজে কথা?"
-"এটা আমাদের 'সিঙ্গল বয়েজ অ্যাসোসিয়েশানের' জ্ঞান! সবাই জানে!"
-"তাই?"
-"আজ্ঞে!"
-"তাহলে...আচ্ছা, শুক্রবার তো নিশ্চয়ই তোমার ছুটি? দেখা করবে?"
-"আপনি থেকে 'তুমি'তে আসা মানে কি সিঙ্গল বয়টা কি জানে?"
-"কি?"
-"ব্যাপারটা এগোনো যেতে পারে!"
-"ইয়েস!"
-"হা হা!"

[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 10-09-2021, 10:05 AM



Users browsing this thread: 15 Guest(s)