09-09-2021, 05:03 PM
(09-09-2021, 03:52 PM)Bumba_1 Wrote: স্নায়ুজনিত অসুখের জন্য আমি বেশ কয়েক মাস যাবত কার্যত চলৎশক্তিহীন হয়ে পড়েছি। অফিস আর বাড়ি .. বাড়ি আর অফিস .. এর বেশি বিশেষ কিছু করতে পারি না। এ কথা এই সাইটে আমার পরিচিত ব্যক্তিরা জানে।
কিছুক্ষণ আগে অফিসে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। পুনরায় neuropathic disorder হওয়ার কারণে বর্তমানে শুধুমাত্র আমার ডান হাত ছাড়া শরীরের বাকি কোনো অংশই নাড়াতে পারছি না।
চিন্তার কোনো কারণ নেই .. best treatment হচ্ছে/হবে। ডাক্তারবাবুরা বলেছেন কয়েকদিনের ভিতরে এই অচলাবস্থা কেটে যাবে।
আগামীকাল রাতে আপডেট দেওয়ার কথা ছিলো .. কিন্তু এইরূপ শারীরিক অক্ষমতার কারণে দিতে পারবো না। তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী।
তবে আশা রাখি খুব তাড়াতাড়ি হয়তো ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে।
Dada kobor ta sune kub e kharap laglo .. apni kub taratari sustho hoye uthun . Ai kamona i kori vogobaner kache .. update sob pore hobe . Ar khoma chaoa r kono prosno i nei .. apni kub taratari sustho hoye amader maje fire asun ai kamona i kori .