08-09-2021, 11:38 PM
(08-09-2021, 03:30 PM)Avishek Wrote:অনেকদিন কমেন্ট করা হয়ে ওঠেনি. কিন্তু পড়ছিলাম মাঝে মাঝেই পর্ব গুলো. একটা আরেকটাকে টক্কর দিচ্ছিলো. স্টুডেন্ট বুলি নিয়ে বাংলায় পড়েছি বলে মনে পড়ছেনা. আপনিই পারেন এসব আমাদের সামনে পরিবেশন করতে. সেই কামলালসা, অভিশপ্ত বাড়ি, নিশির ডাক, মোহিনী আরো যত গুলো... সবকটা unique plot. অন্তত বাংলায় সেইভাবে পাওয়া যায়না.... তারওপর আবার আপনার ওই সৃষ্টি non-erotic গুলো.... কিকরে পারেন দাদা.. দুই ধরণের একদম বিপরীত লেখা সমান দক্ষতায় চালিয়ে যেতে?
এই গল্পের শেষের প্রশ্নটাই এই গল্পের মূল বিষয় তুলে ধরলো একদম
অনেকদিন পরে কমেন্ট পেয়ে ভালো লাগলো ❤
আপনি সেই শুরু থেকেই আমার গল্পের সাথে জুড়ে আছেন. তার জন্য অনেক ধন্যবাদ. আপনি ও আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমায় এতদূর নিয়ে আসতে পেরেছে ❤
কিকরে পারি বলতে গেলে বলবো - অ্যাডাল্ট লেখার সময় নারীকে অন্যচোখে দেখি আর সেই কামনার রূপে ভেবে এগিয়ে যাই
আর নন-ইরোটিক লিখি মন থেকে. যেখানে যৌনতা নয়.... আমাদের ছেলেবেলা, বন্ধুত্ব, সুখ দুঃখ, বিশ্বাস অবিশ্বাস, প্রেম ও শ্রদ্ধা এগুলো ফুটিয়ে তুলতে চাই.