08-09-2021, 05:04 PM
(08-09-2021, 03:39 AM)Siraz Wrote: দারুণ একটা লেখা। শুধু -"জোরের সাথে একটা কথা বিশ্বাস করি, এক সাথে দুটো আলাদা পুরুষ কে ভালোবাসা যায়, যে ষাই বলুক" এই একটা লাইনে আমার বিরোধ আছে। না একসাথে দুু'জন আলাদা মানুষকে ভালোবাসা যায় না, যদি তাই হয় তবে তা হবে শুধুই ঠকানো, নিজেকে ঠকানো, ভালোবাসার মানুষটাকে ঠকানো।
পুরুষ হোক বাঁ নারী যখনি কিছু বেশি পাওয়ার আশায় ঘর ভাঙ্গে , সেই সময়েই সব শেষ হয় কি? রবি ঠাকুরের কবিতা মনে করুন। প্রাক্তন প্রেমিকার প্রশ্নর উত্তর " রাতের সব তারা আছে ভোরের আলোর গভীরে"। যেখানে অবিস্বাস, মারপিট, ঘৃণা এইসব জড়িয়ে সেখানে সবকিছুই আলাদা।
ভালো লাগলো আপনার কমেন্ট এই জন্যে যে শুধু পড়া নয়, আপনি ভেবেছেন। ধন্যবাদ নেবেন। শুভেচ্ছা। প্রসঙ্গত জানাই আমার প্রথম রচনা " শিকড়"। মনে হয় ভালো লিখেছিলেম। পড়বেন আর মতামত জানাবেন তলায়