04-09-2021, 11:05 AM
(15-08-2021, 08:50 PM)ddey333 Wrote: হাতের পাতায় আমার ৬৫ বছরের ‘পৌরুষ’ নিয়ে অবাক হয়ে দেখছিল সুইটি। আমাকে বলল, আচ্ছা এর মধ্যে কি স্পার্ম আছে, যা বড় হয়ে পেটের মধ্যে থেকে বাচ্চা হয়ে বেরোয়। কি আশ্চর্য।
শাওয়ারের নিচে আমাকে সাবান মাখাতে মাখাতে গান গাইছিলো-ক্যায়া করু রাম মুঝে বুঢ্ঢা মিল গয়া।
ওকে বলেছিলাম, বেশি চিন্তা নেই। বড়জোড় আর তিন চার বছর। তারপর আমি মারা যাব। তখন তোমার বয়স হবে ২৮-২৯। পারলে কোন নওজোয়ানকে দেখে আবার বিয়ে করে নিও। আর আমার যা আছে সবই তো তোমার।
সুইটি বলেছিল, না।
-কেন?
-সেই নওজোয়ান যদি এই বুঢঢার মতন আরাম না দিতে পারে।
আমি দেখছি শাওয়ারের তলায় দাঁড়িয়ে সুইটি তখনও হেসে চলেছে। আর বলছে, বুড়ো ভাম বলেছি বলে রেগে যেও না। তুমি কিন্তু সত্যি বুড়ো ভাম হলেও আমার মন তুমি খুব সহজেই জয় করে নিয়েছ। কে বলে তুমি যে বুড়ো ভাম।
সমাপ্ত..
পড়লাম গল্পটা। গল্পটার ভিতর দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর ভাবে বুঝলাম।
❤❤❤