31-08-2021, 10:37 PM
(31-08-2021, 10:19 PM)Bumba_1 Wrote: কাম তাড়নাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে আর তার দুই কামসঙ্গীর প্রতি অত্যাধিক পরিমাণে আকৃষ্ট হয়ে নিজের পরিবারকে অবজ্ঞা করতে শুরু করা সুপ্রিয়ার দায়িত্বজ্ঞানহীনতার জন্যই তার শাশুড়ির মৃত্যু ঘটলো। আপাতদৃষ্টিতে লোভে পাপ করলো বাবাইয়ের মা আর সেই পাপে মৃত্যু হলো বাবাইয়ের ঠাম্মির। কিন্তু এক্ষেত্রে মৃত্যু ঘটেছে অনেকের। যেমন বাবাইয়ের বাবার বিশ্বাসের, বাবাইয়ের শৈশবের এবং অবশ্যই বাবাইয়ের মা সুপ্রিয়ার চরিত্রের (যদিও সেটা প্রথম থেকে বজায় ছিলো কিনা সন্দেহ)।
তুমি বিশ্বাস করবে কিনা জানি না সমাপ্তিটা আমি প্রায় অনেকটাই এরকম করেই ভেবেছিলাম। তবে আমার মতে গল্পটা তুমি একপ্রকার অসমাপ্ত রেখে দিয়েছো .. অর্থাৎ শেষ হইয়াও হইলো না শেষ।
অসাধারণ .. এর বেশী কিছু বলার নেই। চাইবো খুব দ্রুত পরের গল্প নিয়ে ফিরে এসো।
বরাবরের মতোই লাইক এবং রেপু ..
তোমার মতো বুদ্ধিমান পাঠক পেয়েছি এটাই বড়ো ব্যাপার. এক হয় গল্প পড়ে মজা নেওয়া আর আরেকটি গভীরে ঢুকে চরিত্রদের চেনা. তুমি দ্বিতীয় কাজটা করো. তাই শেষের আমার প্রশ্নের একদম সঠিক জবাব তুমি দিলে. হ্যা আমি এই গল্পটার শেষটা open end style এই রাখবো ভেবেছিলাম শুরু থেকে. ওই শেষ হয়েও হলোনা শেষ..... নাকি শেষ অনেক আগেই হয়ে গেছে?
যাইহোক.... আমি আরও দুটো সমাপ্তি ভেবেছিলাম. কিন্তু সেগুলো খুবই gruesome হয়ে যেত. সেগুলো কি হতে পারতো সেটাও নিশ্চই তোমার মতো বুদ্ধিমান পাঠক আন্দাজ করতে পারবে. কিন্তু এটাই রাখলাম কারণ ঐযে..... শেষ হয়েও শেষ হলোনা নাকি শেষ?