31-08-2021, 10:19 PM
(This post was last modified: 31-08-2021, 10:27 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
কাম তাড়নাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে আর তার দুই কামসঙ্গীর প্রতি অত্যাধিক পরিমাণে আকৃষ্ট হয়ে নিজের পরিবারকে অবজ্ঞা করতে শুরু করা সুপ্রিয়ার দায়িত্বজ্ঞানহীনতার জন্যই তার শাশুড়ির মৃত্যু ঘটলো। আপাতদৃষ্টিতে লোভে পাপ করলো বাবাইয়ের মা আর সেই পাপে মৃত্যু হলো বাবাইয়ের ঠাম্মির। কিন্তু এক্ষেত্রে মৃত্যু ঘটেছে অনেকের। যেমন বাবাইয়ের বাবার বিশ্বাসের, বাবাইয়ের শৈশবের এবং অবশ্যই বাবাইয়ের মা সুপ্রিয়ার চরিত্রের (যদিও সেটা প্রথম থেকে বজায় ছিলো কিনা সন্দেহ)।
তুমি বিশ্বাস করবে কিনা জানি না সমাপ্তিটা আমি প্রায় অনেকটাই এরকম করেই ভেবেছিলাম। তবে আমার মতে গল্পটা তুমি একপ্রকার অসমাপ্ত রেখে দিয়েছো .. অর্থাৎ শেষ হইয়াও হইলো না শেষ।
অসাধারণ .. এর বেশী কিছু বলার নেই। চাইবো খুব দ্রুত পরের গল্প নিয়ে ফিরে এসো।
তুমি বিশ্বাস করবে কিনা জানি না সমাপ্তিটা আমি প্রায় অনেকটাই এরকম করেই ভেবেছিলাম। তবে আমার মতে গল্পটা তুমি একপ্রকার অসমাপ্ত রেখে দিয়েছো .. অর্থাৎ শেষ হইয়াও হইলো না শেষ।
অসাধারণ .. এর বেশী কিছু বলার নেই। চাইবো খুব দ্রুত পরের গল্প নিয়ে ফিরে এসো।
বরাবরের মতোই লাইক এবং রেপু ..