31-08-2021, 09:49 PM
(This post was last modified: 31-08-2021, 09:51 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-08-2021, 08:43 PM)Bichitravirya Wrote: এতক্ষণ পরে এসে পড়ার জন্য ক্ষমা প্রার্থী।
আসলে এক বান্ধবীর সাথে গেছিলাম কুমারটুলি তে ঠাকুর দেখতে। বৃষ্টিতে ভিজে কাদা হয়ে বাড়ি ফিরলাম। কাল সকাল না হলে বুঝবো না যে সর্দি কাশি হবে কিনা...
এবার আসি গল্পের ব্যাপারে..... খুব ছোট গল্প.... কিন্তু অসাধারণ.... পেট আগে না প্রাণ আগে? এখানে প্রথমে কুকুর কে দিয়ে পেট আগে হয়ে গেল। তারপর এতোগুলো মানুষকে ছেড়ে দিয়ে বনে পালালো তাতে প্রাণ আগে হয়ে গেল।
মানুষকে চাঁদে পাঠানোর জন্য দায়িত্ব বধ্য মানুষ সঞ্জয় সেন আর এই ফোরামের সেরা নন-ইরোটিক লেখক বাবান দা বলেছেন কুকুর কে বাঁচালে ভালো লাগতো। আমিও একমত.... বাকি এটা একটা গল্প... আর খাদ্য খাদকের যে সম্পর্ক প্রকৃতি বানিয়েছে তার বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। কি আর করা যাবে... আমরাও যে প্রকৃতির একটা অংশ
❤❤❤
কথাটা দায়িত্ববদ্ধ ভাইটু দায়িত্ব বধ্য নয়
কুকুরটিকে বাঁচিয়ে রাখা গেলে এক সুন্দর পরিসমাপ্তি হতো গল্পটির .. কিন্তু চিতার বারংবার থাবা খেয়ে এবং জলের অতলে তলিয়ে গিয়েও প্রাণে বেঁচে গেলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো না। তাই বাধ্য হয়ে মনে দুঃখ নিয়েও কুকুরটিকে বাঁচিয়ে রাখতে পারলাম না।
ঠাকুর দেখতে গিয়েছিলে তো? তাহলে সর্দি-জ্বর হবে না। god will save you