31-08-2021, 08:51 PM
(This post was last modified: 31-08-2021, 09:54 PM by Bichitro. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-08-2021, 11:52 PM)ddey333 Wrote: ......... আপনার চা .......চোখ তুলে সামনে একটি দোহারা চেহারার, বেশ লম্বা তা ৫ ফুট ৬ ইঞ্চি হবে , রোগাটে গড়ন, একটি মেয়ে। বড় বড় দুটি চোখ। সেই চোখে কাঠিন্য ছাড়া কিছু নেই।শরীরে যেন অপুষ্টির ছোঁয়া। ওই বেদনার ভিতর ও ফাগু লক্ষ করলো মেয়েটি সুন্দরী । কিন্তু সারা মুখে এক তাচ্ছিল্য ভাব,কিছুটা ঘৃণা মিশ্রিত।এটা পড়ার পর ভেবেছিলাম কুন্তি হলো সেই হারিয়ে যাওয়া বোন
(26-08-2021, 11:55 PM)ddey333 Wrote: ...............নিজেকে আর ভেঙ্গ না। বাকি টাকা আমি দেবো। এখন ই কিছু রাখ। কেননা আমাকে এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে বেশ কিছুদিন। রোম এর সাথে তোমার আলাপ করিয়ে দেবো, উনি হয়ত কিছু সাহাজ্য করতে পারেন। বিশ্বাস রাখ, বেইমানি করবনা। তোমার নম্বর দাও, আমি নতুন মোবাইল কিনে নতুন সিম ভরে ফোন করব।
নেই কোন মায়াবি আলো, রজনিগন্ধার সুবাস,বসন্তের মাতাল করা পাগল হাওয়া। আছে অখণ্ড অন্ধকার ভেদ করে আসা ডুবন্ত চাঁদের অল্প আলো, পচা ডোবার ভেসে আসা দুর্গন্ধ, ঝিঁঝিঁ পোকার এক ঘেয়ে ডাক,জমে থাকা পাতার গন্ধ,তার ভিতরে অসামাজিক কাজে লিপ্ত, দুই নরনারী খুজে পেল এক অমুল্য রত্ন-‘ভালবাসা’।
........ ফাগু, তুমি এতো সুন্দর দেখতে, এতো সুন্দর তোমার চোখ, নাক মুখ,তবু আমাকে কেন তোমার ভাল লাগল? রোম এর মতো কাউকে তো পেতে পারতে?......চুপ করে চেয়ে রইল ফাগু। তারপর নিম্ন স্বরে গেয়ে উঠল
“ মনের হদিশ, কেইবা জানে,সে হদিশ কেই বাঁ জানে,
কি যে থাকে মনের ঘরে,কেউ জানেনা কেউ জানেনা
সেও জানেনা যে ধারন করে, যে ধারন করে
না না সেও জানেনা,সেও জানেনা, যে ধারন করে ,যে ধারন করে”
এটা পড়ার পর সেটা ভুল প্রমাণিত হলো। কুন্তি হলো নায়িকা
(26-08-2021, 11:57 PM)ddey333 Wrote: পরেরদিন কুন্তিকে নিয়ে গ্রামের পাসে এক মন্দিরে ফাগু বিয়ে সেরে নিল। কুন্তি একটা নতুন শাড়ি পরেছিল। আর জীবনে প্রথম সোনার ছোঁয়া লেগেছিল কুন্তির, ফাগুর কিনে দেওয়া একটি দুল, সরু চেন আর আংটি তে । কোন উলুধ্বনি হয়নি, না কেউ বাজায়নি শাঁখ।সুধু, এক বৃদ্ধা ভিখারি ১০ টাকা পেয়ে বলেছিল “ তোমাদের ভাল হোক। “ সেই রাত্রি তে প্রবল আবেগে কুন্তির সাথে নগ্ন অবস্থায় মিলন হল, বারান্দার পাসে অতিব ছোট একটি জায়গায় যেটিকে কুন্তি ‘রান্নাঘর’ বলে থাকে।মাথায় ভাঙ্গা টালি, তাও অর্ধেক নেই আর দেয়াল এর বদলে, ভাঙ্গা ছিটে বেড়া,৫ ফুট বাই ৭ ফুট একটি জায়গা। বৃষ্টি নেমেছিল,প্রান্তর জুড়ে।কুন্তি, ফাগুর মতো দুঃখী মানুষদের জন্য। ধৌত করে নির্মল করে দিয়েছিল দুই পাগল হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে। মেঘ ঢেকে দিয়েছিল চাঁদ কে, পাছে কেউ দেখে ফেলে। ঝরে পড়া বৃষ্টি গাছের পাতায় চুমু দিয়ে সৃষ্টি করেছিল এক অপার্থিব শিঞ্জিনী।
আপনার গল্পের সেরা জিনিস কি লাগে জানেন ? আপনি নায়ক নায়িকার সেক্স বর্ণনা করেন না। যেমন ঠিক সেই জীবন গল্পে টাপুর আর পিনাকির সেক্স দেন নি।
এক মিনিট --- আপনি আমার পুত্রবধূ কুন্তি কে নিয়ে গল্প লিখলেন!!! আর কাউকে পেলেন না?
❤❤❤