31-08-2021, 04:59 PM
(31-08-2021, 04:46 PM)Baban Wrote: তোমার এইনচিন্তাভাবনা যে আমার সাথে কিছুটা মেলে সেটা দেখে ভালো লাগল. আমিও যখন অচেনা অতিথি লিখেছিলাম সেটিও এই সাইটের জন্য বেমানান ছিল. কিন্তু তাও দিয়েছিলাম কারণ সব বড়োদের মধ্যেও আজও একটা বাচ্চা লুকিয়ে থাকে. ওই গল্পটা ছিল সেই বাচ্চাটার জন্য.
তোমার এই গল্পটাও তাদের জন্য. খাদ্য খাদকের সম্পর্ক নিয়ে বেশ সুন্দর লেখা এইটা. যদিও শেষে চাইছিলাম কুকুরটা বেঁচে যাক কিন্তু ঐযে বাস্তব আর সাথে বন্য নিয়ম মেনে চলা প্রাণীর ক্ষিদে... সব মিলিয়ে এটাই হয়তো হবার ছিল ❤
কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুব খুশি হতাম, কিন্তু জানোই তো কঠিন বাস্তব হলো এক নির্মম সত্য .. সেই সত্যকে স্বীকার করে নিতেই হবে হাজার কষ্ট হলেও।