31-08-2021, 04:51 PM
এর আগে আমি বলেছি যে পেদ্রোর উপর আমার সে অর্থে বিশ্বাস ছিল না । ওর ডাকাবুকো কলংকিত সব গুজব -এ কান না দিলেও চোখের সামনের এই ঘটনায় যেমন আমার চোখ খুলে দিয়েছিলো , তেমনি পেড্রো বদলে গিয়েছিলো রাকেশ । তার পর অন্তত আমি ওর ব্যাপারে আর কোনো গুজব শুনতে পাই নি । মহিলা বর্গ এবং অবধেশ বাবু শেষ মেশ করে নিলেন রাত্রি আহার । যদিও আমাদের ঘনা দার রান্নার গন্ধ শুঁকে শুঁকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল অনেকেই । শেষ এ সান্দালি লাভলী । যখন দেখলাম ১১ টার সময় সবাই শোবার প্রস্তুতি নিচ্ছে ততক্ষনে আমাদের বোকচোদি শেষ হয়ে গিয়েছিলো । যে যার মতো স্বয়ম্বর করে গেছে সান্দালির জন্য- ভারতের ভবিষ্যতের প্রভিশনাল গেজেটেড ব্যাঙ্ক অফিসাররা এক এক করে । বুড়ো শালিক আমি ।তাই আমি আর সে লাইন-এ দাঁড়াই নি । আর তার উপর আমার মাথায় আবার একটু চুল কম । মেয়েরা দেখলেই একটু কাকু বলে তফাতে চলে ।
যদিও বসে একটু বক্তানি করতাম কিন্তু সবার জোরাজুরিতে লাইট নিভিয়ে দিতে হলো । তারই মাঝে আমার সামনে দিয়ে সান্দালি চলে গেলো বাথরুম-এ সেখানে তার বাহারি সাজপোশাক পাল্টে একটা রাতে শোবার জন্য সিল্কের সুন্দর রাত্রি বাস পরে আসলো যেন কোনো অচিন পুরের পরী দের মতো । তার শরীরে যেন পদ্ম ফুলের পাতায় টলমল জল । সুন্দর কেমন একটা সুবাস কোমরের আসে পাশে । খনিকে চোখে স্বপ্ন এসে গেলো আমার । সত্যি তো এমন যদি আমার বৌ হয়?
যদিও বসে একটু বক্তানি করতাম কিন্তু সবার জোরাজুরিতে লাইট নিভিয়ে দিতে হলো । তারই মাঝে আমার সামনে দিয়ে সান্দালি চলে গেলো বাথরুম-এ সেখানে তার বাহারি সাজপোশাক পাল্টে একটা রাতে শোবার জন্য সিল্কের সুন্দর রাত্রি বাস পরে আসলো যেন কোনো অচিন পুরের পরী দের মতো । তার শরীরে যেন পদ্ম ফুলের পাতায় টলমল জল । সুন্দর কেমন একটা সুবাস কোমরের আসে পাশে । খনিকে চোখে স্বপ্ন এসে গেলো আমার । সত্যি তো এমন যদি আমার বৌ হয়?