31-08-2021, 04:50 PM
একটি কূপের ১৬-১৭-১৮-১৯ ,২০ আর ২১ এর সামনে ১৪-১৫- এ বসে আছে শতদল আর পঙ্কজ । ১৬ নাম্বার আমার । সেখানে ১৭-১৮-১৯ ,২০ আর ২১ হলো যথাক্রমে দীপিকা দেবী, সন্দালি , সুইটি লাভলী মিলি দের । তবে শেষ মেশ কে কোথায় শোবে জানা নেই । পরের কূপে রয়েছে ২২, ২৩ RAC যেখানে আছে প্রফুল্ল আর পরাগ ২৪, ২৫ -এ মৈনাক সৎনাম । সেখানেই কোল আলো করে আছেন অবধেশ বাবু । তবে রাকেশের সিট্ কিন্তু ২৬- । বাকি সিট্ গুলো অন্য কারোর তার লিস্ট দেখা হয় নি ।
যাই হোক অনেকে অনেক কিছু কল্পনা করতে পারে না , গল্পকার সেগুলো কল্পনা করিয়ে নেয় যারা পাঠক তাদের দিয়ে । কল্পনা বাস্তবের সাথে তাল মিলিয়েই হতে হবে এটাই স্বাভাবিক । যেটুকু জ্ঞান মানুষের মস্তিস্ক আহরণ করে তার বাইরে মানুষ কল্পনা করতে পারে না । আর বাস্তবিক শিক্ষা ব্যবস্থায় সেটাই উচিত শেখানো- কি করে কলেক্টেড ডাটা-এর বাইরে বেরিয়ে নিজের মাথা থেকে নতুন কল্পনার স্থান দেয়া যায় ।হোক সে অলীক । আজ আমাদের দরকার বিজ্ঞান , না কি প্রযুক্তি । প্রযুক্তি মানুষে সহজে বুঝতে চায় কারণ ব্যবহারিক ফল মনে রাখা সহজ । কিন্তু কেউ কি ভেবে দেখেছেন শুন্যে ভাসমান সব গ্রহ নক্ষত্র রা গোলাকৃতি । অথবা জলের অব্যবহারিক গুন্ । কোনো রং নেই জলে । তার ব্যাখ্যা যতই কঠিন হোক , পারমাণবিক স্তরের সেই তথ্য পাল্টে যেতে পারে বৈকি । তাই যাই কিছু আমরা নিজেদের সুবিধার জন্য বিশ্বাস করে নি তার কোনো অংশটুকুই সত্যি নয় ।যেমন এই গল্প টা ।
যাই হোক অনেকে অনেক কিছু কল্পনা করতে পারে না , গল্পকার সেগুলো কল্পনা করিয়ে নেয় যারা পাঠক তাদের দিয়ে । কল্পনা বাস্তবের সাথে তাল মিলিয়েই হতে হবে এটাই স্বাভাবিক । যেটুকু জ্ঞান মানুষের মস্তিস্ক আহরণ করে তার বাইরে মানুষ কল্পনা করতে পারে না । আর বাস্তবিক শিক্ষা ব্যবস্থায় সেটাই উচিত শেখানো- কি করে কলেক্টেড ডাটা-এর বাইরে বেরিয়ে নিজের মাথা থেকে নতুন কল্পনার স্থান দেয়া যায় ।হোক সে অলীক । আজ আমাদের দরকার বিজ্ঞান , না কি প্রযুক্তি । প্রযুক্তি মানুষে সহজে বুঝতে চায় কারণ ব্যবহারিক ফল মনে রাখা সহজ । কিন্তু কেউ কি ভেবে দেখেছেন শুন্যে ভাসমান সব গ্রহ নক্ষত্র রা গোলাকৃতি । অথবা জলের অব্যবহারিক গুন্ । কোনো রং নেই জলে । তার ব্যাখ্যা যতই কঠিন হোক , পারমাণবিক স্তরের সেই তথ্য পাল্টে যেতে পারে বৈকি । তাই যাই কিছু আমরা নিজেদের সুবিধার জন্য বিশ্বাস করে নি তার কোনো অংশটুকুই সত্যি নয় ।যেমন এই গল্প টা ।