31-08-2021, 04:34 PM
(31-08-2021, 04:08 PM)Sanjay Sen Wrote: মুখবন্ধ অনুযায়ী এই সাইটে গল্পটি সত্যিই বেমানান। কিন্তু আমি মনে করি ছোটদের জন্য লেখার কাজ সবথেকে কঠিন। এবং সেই কাজে তুমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছো।
গল্পটি সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমার হাতের আঁকার তো তুলনা নেই। তবে শেষে কুকুরটা বেঁচে গেলে খুশি হতাম।
তোমার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম আর কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুশি হতাম কিন্তু বাস্তব যে বড়ই কঠিন .. এইটুকুই বলবো।