30-08-2021, 06:42 PM
(30-08-2021, 06:13 PM)Baban Wrote: আমার যে শর্ট স্টোরির থ্রেড মানে - কিছু কথা ছিল মনে তাতে যেসব গল্প আছে তা বাস্তব অবাস্তব মিলিয়ে দুধরণেরই. আমার মনের কথা গুলোই ওই থ্রেডে গল্পের আকারে ছাড়ি. কিন্তু তোমার এই সব গল্প সরাসরি তোমার সাথে যুক্ত আবার নয়ও... তাই ভাবছিলাম গল্পগুচ্ছ নামটার পরিবর্তে - গল্প হলেও সত্যি নামটা বেশি যোগ্য. হ্যা আমি জানি এই নামে একটা গল্প এই ফোরামে আছে কিন্তু মনে হলো তাই বললাম. আসলে এটাই যেন বেশি মানানসই ❤
আসলে এই থ্রেডেই গল্প হলেও সত্যি নামের একটি গল্প আছে .. তাই আর দেওয়া সম্ভব নয়।
তাছাড়া এই থ্রেডটির নাম গল্পগুচ্ছ - কিছু অজানা কথা। অর্থাৎ এখানে এমন কিছু কথা বা ছোটগল্প লেখা হয়েছে/হবে যার সঙ্গে আমি যুক্ত থাকি বা না থাকি সেগুলো তো actually সবার কাছে অজানাই।
তবে তোমার কথা অনুযায়ী গল্প হলেও সত্যি নামটা একদম appropriate ..