30-08-2021, 07:03 AM
বাবান আপনার লেখার হাত অসাধারণ, যৌণ দৃশ্য গুলি আপনি দারুণ ভাবে ফুটিয়ে তোলেন। কিন্তু এই পর্ব টি পড়তে পড়তে আমার মনে হলো বেশ কিছু জায়গায় আপনার লেখা চক্রবুহ্যে শ্রীতমা গল্পে আদিল খান ও শ্রীতমার মধ্যে যে যৌণ দৃশ্য বর্ণনা করা হয়েছিল সেগুলো হুবহু copy-paste করে দেওয়া হয়েছে , শুধু নাম বদলে দিয়ে। আমার মনে হলো তাই আপনাকে জানালাম।এটাকে সমালোচনা মনে করবেন না। আমি আপনার গুণমুগ্ধ পাঠক,আপনার লেখা পেলে গোগ্রাসে পড়ি। পড়তে পড়তে লাইন গুলো মুখস্থ হয়ে যায়। তাই এই ব্যাপার টা মনে হলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন আর ভালো থাকুন আর আমাদের জন্য দারুণ দারুণ গল্প লিখুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন আর ভালো থাকুন আর আমাদের জন্য দারুণ দারুণ গল্প লিখুন।