29-08-2021, 09:21 AM
শিউলির কথা শুনে আমি আরো বেশি উদ্বিগ্ন হয়ে পরলাম. ওকে রাজীববাবুর পার্টিতে আর যেতে বারণ করলাম. কিন্তু ও আমার কথা শুনে একেবার ফুঁসে উঠলো. বললো যে আমার মত একটা ব্যাকডেটেড গেঁয়ো ভূত পার্টির মর্ম কি বুঝবে. আমাকে বিয়ে করাটা ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল. আরো বললো যে ও আমার কোনো বারণ শুনবে না, আবার যদি রাজীববাবু ওকে পার্টিতে নিমন্ত্রণ করে ও আবার যাবে. শিউলি আরো জানায় রাজীববাবু একজন খুব মর্ডান পুরুষ. খুবই ফরওয়ার্ড, আমার মত ব্যাকওয়ার্ড নয়. জীবনকে কি ভাবে উপভোগ করতে হয় সেটা উনি খুব ভালো মত জানেন. উনি শিউলিকে খুব পছন্দ করেন আর শিউলির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন. শিউলিও রাজীববাবুর সাথে ফ্রেন্ডশিপ করতে আগ্রহী.
এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আমার বউ আমাকে জানায় রাজীববাবু গোয়াতে বেড়াতে যাচ্ছেন. উনি আমাদের দুজনকে ওনার সাথে গোয়া যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন. সাত দিনের টুর, প্লেনে করে যাতায়াত. আমি জানতাম আমার অনিচ্ছা প্রকাশে কোনো লাভ হবে না, তাই উল্টো চাল চাললাম. বৌকে বললাম যে গোয়ায় থাকা-খাওয়ার অনেক খরচ, তার ঊপর আবার প্লেনে যাওয়া-আসা. আমি একজন সাধারণ কেরানি, আমার পক্ষে এত খরচ করাটা অসম্ভব ব্যাপার. শুনে শিউলি মুচকি হেসে আমাকে জানালো যে আমাকে কোনো খরচ করতে হবে না. রাজীববাবু বলেছেন যে সব খরচের দায়িত্ব ওনার. আমি নিজের জালে নিজেই জড়িয়ে গেছি. এখন আর কিছু করার নেই. তবু একবার শেষ চেষ্টা করলাম. বললাম যে আমাদের খরচ রাজীববাবু বহন করবেন কেন, আর তাছাড়া এটা দেখতেও খুব খারাপ লাগে যে সব খরচা রাজ়ীববাবু করছেন আর আমি হাত গুটিয়ে বসে আছি; এর থেকে না গেলেই ভালো, অন্তত সন্মানটা বাঁচে. আমার কথা শুনে শিউলি একেবারে ঝেঁটিয়ে উঠলো. বললো যে আমার যখন বউকে বেড়াতে নিয়ে যাবার কোনো মুরোদ নেই তখন আমার বিয়ে করাই উচিত হয়নি. আমাকে বিয়ে করে ওর জীবনটা একেবারে শেষ হয়ে গেছে. রাজীববাবুর এত সুন্দর অফারটা পেয়ে ও ভেবেছিল যে এই বস্তাপচা জীবন থেকে বেড়িয়ে দুদিনের জন্য একটু আনন্দ-ফূর্তি করে আসবে. কিন্তু আমার তো ওর আনন্দ সহ্য হয় না. তাই আমি ভনিতা করে অফারটা রিজেক্ট করবার তালে আছি. কিন্তু ও সেটা কিছুতেই হতে দেবে না. দরকার পরলে রাজীববাবুর সাথে বেড়াতে ও একাই যাবে, বন্ধুর সাথে বেড়াতে যেতে কোনো অসুবিধা ওর অন্তত নেই. আমি যদি না যেতে চাই তাহলে আমি বাড়িতে বসে থাকতে পারি, তাতে ওর কোনো আপত্তি নেই. বৌয়ের কথা শুনে আমার রীতিমত হৃৎপিন্ড কেঁপে উঠলো. যদি শেষমেশ সত্যি সত্যি আমাকে ফেলে রাজীববাবুর সাথে একা গোয়া চলে যায় তো কেলেংকারী কান্ড হবে. পাড়ায় আমার নামে ঢিঁ ঢিঁ পরে যাবে. আমার মুখ দেখানো মুস্কিল হয়ে পরবে. লোকে নানা আজেবাজে উল্টোপাল্টা মন্তব্য করবে আর আমাকে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে. এর চেয়ে গোয়া যাওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে. আমি রাজি হয়ে গেলাম.
এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আমার বউ আমাকে জানায় রাজীববাবু গোয়াতে বেড়াতে যাচ্ছেন. উনি আমাদের দুজনকে ওনার সাথে গোয়া যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন. সাত দিনের টুর, প্লেনে করে যাতায়াত. আমি জানতাম আমার অনিচ্ছা প্রকাশে কোনো লাভ হবে না, তাই উল্টো চাল চাললাম. বৌকে বললাম যে গোয়ায় থাকা-খাওয়ার অনেক খরচ, তার ঊপর আবার প্লেনে যাওয়া-আসা. আমি একজন সাধারণ কেরানি, আমার পক্ষে এত খরচ করাটা অসম্ভব ব্যাপার. শুনে শিউলি মুচকি হেসে আমাকে জানালো যে আমাকে কোনো খরচ করতে হবে না. রাজীববাবু বলেছেন যে সব খরচের দায়িত্ব ওনার. আমি নিজের জালে নিজেই জড়িয়ে গেছি. এখন আর কিছু করার নেই. তবু একবার শেষ চেষ্টা করলাম. বললাম যে আমাদের খরচ রাজীববাবু বহন করবেন কেন, আর তাছাড়া এটা দেখতেও খুব খারাপ লাগে যে সব খরচা রাজ়ীববাবু করছেন আর আমি হাত গুটিয়ে বসে আছি; এর থেকে না গেলেই ভালো, অন্তত সন্মানটা বাঁচে. আমার কথা শুনে শিউলি একেবারে ঝেঁটিয়ে উঠলো. বললো যে আমার যখন বউকে বেড়াতে নিয়ে যাবার কোনো মুরোদ নেই তখন আমার বিয়ে করাই উচিত হয়নি. আমাকে বিয়ে করে ওর জীবনটা একেবারে শেষ হয়ে গেছে. রাজীববাবুর এত সুন্দর অফারটা পেয়ে ও ভেবেছিল যে এই বস্তাপচা জীবন থেকে বেড়িয়ে দুদিনের জন্য একটু আনন্দ-ফূর্তি করে আসবে. কিন্তু আমার তো ওর আনন্দ সহ্য হয় না. তাই আমি ভনিতা করে অফারটা রিজেক্ট করবার তালে আছি. কিন্তু ও সেটা কিছুতেই হতে দেবে না. দরকার পরলে রাজীববাবুর সাথে বেড়াতে ও একাই যাবে, বন্ধুর সাথে বেড়াতে যেতে কোনো অসুবিধা ওর অন্তত নেই. আমি যদি না যেতে চাই তাহলে আমি বাড়িতে বসে থাকতে পারি, তাতে ওর কোনো আপত্তি নেই. বৌয়ের কথা শুনে আমার রীতিমত হৃৎপিন্ড কেঁপে উঠলো. যদি শেষমেশ সত্যি সত্যি আমাকে ফেলে রাজীববাবুর সাথে একা গোয়া চলে যায় তো কেলেংকারী কান্ড হবে. পাড়ায় আমার নামে ঢিঁ ঢিঁ পরে যাবে. আমার মুখ দেখানো মুস্কিল হয়ে পরবে. লোকে নানা আজেবাজে উল্টোপাল্টা মন্তব্য করবে আর আমাকে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে. এর চেয়ে গোয়া যাওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে. আমি রাজি হয়ে গেলাম.