28-08-2021, 08:46 PM
(28-08-2021, 07:47 PM)Baban Wrote: কলেজে দুটো বিষয় খুব কাঁচা ছিলাম.... খুব খারাপ নম্বর পেয়েছিলাম আমি. খুব খারাপ নম্বর .. বলার মতো নয়....
আর পরে নিজের ইচ্ছায় ওই বিষয় দুটো এতো ভালোবেসে ফেললাম যে ম্যাডাম প্রশ্ন ধরলেই আগে হাত তুলতাম আমি.... যে একদিন মুখ লুকোতাম.. ম্যাডাম জেনে গেছিল আমি পারবোই সব উত্তর দিতে আর আরেকটা বিষয় ফাইনালে দুর্দান্ত নাম্বার পেয়েছিলাম. বাবা মা পর্যন্ত হা হয়ে গেছিলো এগুলো নিজের গুনগান করার জন্য বলিনি... বললাম কারণ জেদ আমারও ছিল... আছেও আর না পারলেও দুঃখ লাগে সেটাও বুঝি.... কিন্তু আমি যেটা পারিনা সেটা মেনে নিতেও জানি.. শেখার চেষ্টা করি... আর এখানে কবিতা ছন্দ আমরা মজা করে লিখি.... সিরিয়াস কবিতা লিখতে বললে হয়তো অনেক সময় পার হয়ে যাবে..... তাই ব্যার্থ ভেবোনা নিজেকে..... তুমি একটা বিষয় কাঁচা তো অন্যতে কতটা পাকা সেটা আমরা দেখেছি❤
আর যদি ভাবো তো ক্যাপ্টেন স্পার্ক এর মতো পাঁচ ভাই একসাথে করে মারবো ঘুসি
ছোটবেলার স্মৃতি। আমিও এককালে খারাপ ছিলাম কয়েকটা বিষয়ে। সারাজীবন খারাপই থেকে গেছি। উন্নতি করার চেষ্টা করিনি। কারন জানতাম আমার হবে না। নিজের মতো চলেছি। এবার শুধু m.a । দেখা যাক কি হয়।
ছন্দে খারাপ তাই ছন্দ লেখার চেষ্টা বেশি করি না। আর আমার লেখা কতোটা ভালো আমি নিজেই বুঝতে পারি না। লিখি, আপনারা পড়েন , ভালো বলেন , এতদূর। কালকে আপডেট পড়ার পর একটা সমালোচনা করবেন।
❤❤❤