28-08-2021, 07:47 PM
(This post was last modified: 28-08-2021, 08:46 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(28-08-2021, 07:35 PM)Bichitravirya Wrote: আপনারা তো রেগে গেলেন । তবে কেমন একটা লাগে। শুধু যে ছন্দ মিলিয়ে কবিতা লিখতেন পারি না তারজন্য নয়। বাংলায় গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারি না তাই কেমন একটা লাগে। অসফল, ব্যার্থ এইধরনের মনোভাব আরকি
❤❤❤
ছোটবেলায় কলেজে দুটো বিষয় খুব কাঁচা ছিলাম.... খুব খারাপ নম্বর পেয়েছিলাম আমি. বলার মতো নয়....
আর পরে নিজের ইচ্ছায় ও জেদে ওই বিষয় দুটো এতো ভালোবেসে ফেললাম যে ম্যাডাম প্রশ্ন ধরলেই আগে হাত তুলতাম আমি.... যে একদিন মুখ লুকোতাম.. ম্যাডাম জেনে গেছিল আমি পারবোই সব উত্তর দিতে আর আরেকটা বিষয় ফাইনালে দুর্দান্ত নাম্বার পেয়েছিলাম. বাবা মা পর্যন্ত হা হয়ে গেছিলো kaise ho gaya yeh এগুলো নিজের গুনগান করার জন্য বলিনি... বললাম কারণ জেদ আমারও ছিল... আছেও আর না পারলেও দুঃখ লাগে সেটাও বুঝি.... কিন্তু আমি যেটা পারিনা সেটা মেনে নিতেও জানি.. শেখার চেষ্টা করি.
আর এখানে কবিতা ছন্দ আমরা মজা করে লিখি.... সিরিয়াস কবিতা লিখতে বললে হয়তো অনেক সময় পার হয়ে যাবে..... তাই ব্যার্থ ভেবোনা নিজেকে..... তুমি একটা বিষয় কাঁচা তো অন্যতে কতটা পাকা সেটা আমরা দেখেছি❤
আর যদি ভাবো তো ক্যাপ্টেন স্পার্ক এর মতো পাঁচ ভাই একসাথে করে মারবো ঘুসি