28-08-2021, 05:49 PM
(This post was last modified: 28-08-2021, 05:49 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমি আর কথা না বারিয়ে তার পিছু নিলাম । পথ চলতে চলতে বললাম - কলিপদ বাবু আপনার কাকা হন ?
তরুনি - কালিপদ বাবুর বাড়ির পেছোনেই আমাদের বাড়ি তাই ওনাকে আমি কাকা বলে ডাকি, ওনার তো শরীর খারাপ আপনি বোদহয় সেই জন্যই এসেছেন !
আমি - হ্যা ঠিক ধরেছেন । আচ্ছা আপনার নামটা তো জানা হল না আপনার নামটা কি জানতে পারি ?
তরুনি মুচকি হেসে বললেন - লাবনি মুখার্জী আর আর আপনার নামটা কি মশাই ?
অনিমেশ চ্যাটার্জী - আমি বলে উঠলাম ।
লাবনি - কি করেন আপনি ?
আমি - হায়ার সেকেন্ডারি পাস করার পর আর পড়া হয়ে ওঠেনি এখন গ্রাফিক্স এর জব করি আর আপনি ?
লাবনি - আমি এ বছর হায়ার সেকেন্ডারি দোব ।কিছুক্ষন চলার পর লাবনি সামনের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন ওই যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কালিপদ বাবুর বাড়ি আর ওর ঠিক পেছনেই আমাদের বাড়ি । আমরা কথা বলতে বলতে কখন যে এসে গিয়ে ছিলাম বুঝতেই পারিনি । মামার বাড়ির সামনেটায় একটা ছোট খেলার মাঠ আছে সেই মাঠেতে আমার মামাতো মেয়ে সাগরিকা কে দাড়িয়ে থাকতে দেখলাম । সেও আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে আমায় জরিয়ে ধরলো । আরে গাগেলদা কত দিন পর এলে তুমি এত দিন আসোনি কেন আমাদের তো ভুলেই গেছো তুমি - এক নিশ্বাসে বলে থামলো সাগরিকা ।
সাগরিকার কথায় লাবনি চমকে উঠে বললো - সাগর তুমি একে চেনো ?
সাগরিকা - তুমি কি যে বলোনা লাবনিদি এতো আমার বড় পিষির ছেলে অনিমেশদা । অবশ্য তুমি চিনবে কি করে বলো আগে তো কোনদিন দেখোনি গাগেলদাকে । আমি অনিমেশদার কথাই বলতাম তোমায় মনে আছে যে খুব ভালো গল্প লিখতে আর বলতে পারে । আচ্ছা তোমরা একসাথে কথা বলতে বলতে আসছিলে কেন ? ব্যাপারটা কি ?
লাবনি - (রেগে গিয়ে) ব্যাপার কিছুই নয় তোমার গুনোধর দাদা আমার সাথে প্রক্সি দিয়ে আলাপ করছিলো ।
সাগরিকা - মানে ?
লাবনি - মানে আবার কি ! তোর দাদা মিথ্যে কথা বলে আমার সাথে পরিচয় করেছে লাবনি সব কথা সাগরকে খুলে বললো ।
সাগরিকা - ও বুঝেছি গাগেলদা তোমায় পটানোর চেষ্টা করছিলো বলে হো হো হেসে গরিয়ে পরলো । আমিও সেই হাসিতে যোগ দিলাম শুধু লাবনি মুখ গোমরা করে দারিয়ে রইলো । সাগর আমার হাত ধরে টানাটানি করতে লাগলো ঘড়ে নিয়ে যাওয়ার জন্য । সাগরের হাত থেকে নিজেকে ছারিয়ে নিয়ে আমি ওকে বললাম তুই চল আমি আসছি । সাগর এক ছুটে ঘড়ে চলে যেতেই আমি লাবনির কাছে এগিয়ে গিয়ে ওর কানে কানে বললাম - সরি লাবনি তোমার সাথে এমন ব্যবহার করার জন্য কিন্তু যখন থেকে তোমায় দেখেছি শুধু তোমার কথাই ভাবছি । একেই যদি প্রেম বলে তো আমি তোমার প্রেমে পড়েছি আই লাভ ইউ । আমি তোমায় ভালোবাসি । জানিনা তুমি আমাকে ভালো বাসতে পারবে কিনা তবুও আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম । এই বলে আমি লাবনির গালে একটা সোহাগ ভরা চুমু দিয়ে মামার বাড়ির দিকে এগিয়ে গেলাম । পেছন ফিরে তাকানোর আর সাহস হলো না আমার । এদিকে লাবনি নিরব পাথরের মত দাড়িয়ে ছিলো এতক্ষন তার সাথে কি হল সেটা বোঝার চেষ্টা করতে লাগলো । অজান্তেই তার ডান হাত গালের ওপর চলে গেলো যেখানে অনিমেশ চুমু খেয়েছিলো সেখানে সে হাত বোলাতে লাগলো । লাবনি নিজের মনেই বিড়বিড় করতে লাগলো কি দুষ্টু এই অনিমেশটা প্রথম দেখাতেই তাকে প্রেম করে বসল আবার চুমুও খেয়ে নিলো । দারা দেখাচ্ছি মজা ওকে একবার দেখতে পেলেই ঠাস করে এক চড় মারবো ওর গালে । অনিমেশ ওকে চুমু খেয়েছে কথাটা ভাবতেই শরীরের ভেতর কেমন একটা শির শিরানি ভাব অনুভব করতে লাগলো সে । যেন শরীরের ভেতর হাজার হাজার পোকা তাকে কুরে কুরে খেয়ে শেষ করে দিতে লাগলো সে এক অজানা টান অনুভব করতে লাগলো । লাবনি অনুভব করলো তার শরীর গরম হয়ে আসছে কান দুটো ঝাঁ ঝাঁ করছে সে কপালে হাত দিয়ে দেখলো কপালটা বেশ ভালরকমই তেতে উঠেছে তবে কি ওর জ্বর এসে গেলো নাকি ।এই অবেলায় একি ঝামেলা এসে হাজির হল আবার । লাবনিকে বেশ চিন্তিত মনে হল সে টলমল পায়ে এগিয়ে গেলো নিজের ঘড়ের দিকে ।
তরুনি - কালিপদ বাবুর বাড়ির পেছোনেই আমাদের বাড়ি তাই ওনাকে আমি কাকা বলে ডাকি, ওনার তো শরীর খারাপ আপনি বোদহয় সেই জন্যই এসেছেন !
আমি - হ্যা ঠিক ধরেছেন । আচ্ছা আপনার নামটা তো জানা হল না আপনার নামটা কি জানতে পারি ?
তরুনি মুচকি হেসে বললেন - লাবনি মুখার্জী আর আর আপনার নামটা কি মশাই ?
অনিমেশ চ্যাটার্জী - আমি বলে উঠলাম ।
লাবনি - কি করেন আপনি ?
আমি - হায়ার সেকেন্ডারি পাস করার পর আর পড়া হয়ে ওঠেনি এখন গ্রাফিক্স এর জব করি আর আপনি ?
লাবনি - আমি এ বছর হায়ার সেকেন্ডারি দোব ।কিছুক্ষন চলার পর লাবনি সামনের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন ওই যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কালিপদ বাবুর বাড়ি আর ওর ঠিক পেছনেই আমাদের বাড়ি । আমরা কথা বলতে বলতে কখন যে এসে গিয়ে ছিলাম বুঝতেই পারিনি । মামার বাড়ির সামনেটায় একটা ছোট খেলার মাঠ আছে সেই মাঠেতে আমার মামাতো মেয়ে সাগরিকা কে দাড়িয়ে থাকতে দেখলাম । সেও আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে আমায় জরিয়ে ধরলো । আরে গাগেলদা কত দিন পর এলে তুমি এত দিন আসোনি কেন আমাদের তো ভুলেই গেছো তুমি - এক নিশ্বাসে বলে থামলো সাগরিকা ।
সাগরিকার কথায় লাবনি চমকে উঠে বললো - সাগর তুমি একে চেনো ?
সাগরিকা - তুমি কি যে বলোনা লাবনিদি এতো আমার বড় পিষির ছেলে অনিমেশদা । অবশ্য তুমি চিনবে কি করে বলো আগে তো কোনদিন দেখোনি গাগেলদাকে । আমি অনিমেশদার কথাই বলতাম তোমায় মনে আছে যে খুব ভালো গল্প লিখতে আর বলতে পারে । আচ্ছা তোমরা একসাথে কথা বলতে বলতে আসছিলে কেন ? ব্যাপারটা কি ?
লাবনি - (রেগে গিয়ে) ব্যাপার কিছুই নয় তোমার গুনোধর দাদা আমার সাথে প্রক্সি দিয়ে আলাপ করছিলো ।
সাগরিকা - মানে ?
লাবনি - মানে আবার কি ! তোর দাদা মিথ্যে কথা বলে আমার সাথে পরিচয় করেছে লাবনি সব কথা সাগরকে খুলে বললো ।
সাগরিকা - ও বুঝেছি গাগেলদা তোমায় পটানোর চেষ্টা করছিলো বলে হো হো হেসে গরিয়ে পরলো । আমিও সেই হাসিতে যোগ দিলাম শুধু লাবনি মুখ গোমরা করে দারিয়ে রইলো । সাগর আমার হাত ধরে টানাটানি করতে লাগলো ঘড়ে নিয়ে যাওয়ার জন্য । সাগরের হাত থেকে নিজেকে ছারিয়ে নিয়ে আমি ওকে বললাম তুই চল আমি আসছি । সাগর এক ছুটে ঘড়ে চলে যেতেই আমি লাবনির কাছে এগিয়ে গিয়ে ওর কানে কানে বললাম - সরি লাবনি তোমার সাথে এমন ব্যবহার করার জন্য কিন্তু যখন থেকে তোমায় দেখেছি শুধু তোমার কথাই ভাবছি । একেই যদি প্রেম বলে তো আমি তোমার প্রেমে পড়েছি আই লাভ ইউ । আমি তোমায় ভালোবাসি । জানিনা তুমি আমাকে ভালো বাসতে পারবে কিনা তবুও আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম । এই বলে আমি লাবনির গালে একটা সোহাগ ভরা চুমু দিয়ে মামার বাড়ির দিকে এগিয়ে গেলাম । পেছন ফিরে তাকানোর আর সাহস হলো না আমার । এদিকে লাবনি নিরব পাথরের মত দাড়িয়ে ছিলো এতক্ষন তার সাথে কি হল সেটা বোঝার চেষ্টা করতে লাগলো । অজান্তেই তার ডান হাত গালের ওপর চলে গেলো যেখানে অনিমেশ চুমু খেয়েছিলো সেখানে সে হাত বোলাতে লাগলো । লাবনি নিজের মনেই বিড়বিড় করতে লাগলো কি দুষ্টু এই অনিমেশটা প্রথম দেখাতেই তাকে প্রেম করে বসল আবার চুমুও খেয়ে নিলো । দারা দেখাচ্ছি মজা ওকে একবার দেখতে পেলেই ঠাস করে এক চড় মারবো ওর গালে । অনিমেশ ওকে চুমু খেয়েছে কথাটা ভাবতেই শরীরের ভেতর কেমন একটা শির শিরানি ভাব অনুভব করতে লাগলো সে । যেন শরীরের ভেতর হাজার হাজার পোকা তাকে কুরে কুরে খেয়ে শেষ করে দিতে লাগলো সে এক অজানা টান অনুভব করতে লাগলো । লাবনি অনুভব করলো তার শরীর গরম হয়ে আসছে কান দুটো ঝাঁ ঝাঁ করছে সে কপালে হাত দিয়ে দেখলো কপালটা বেশ ভালরকমই তেতে উঠেছে তবে কি ওর জ্বর এসে গেলো নাকি ।এই অবেলায় একি ঝামেলা এসে হাজির হল আবার । লাবনিকে বেশ চিন্তিত মনে হল সে টলমল পায়ে এগিয়ে গেলো নিজের ঘড়ের দিকে ।