28-08-2021, 05:37 PM
‘কিরে রাজু কলেজ যাবি না?’ মিনা জোরে হাক দিল।
‘না রে মিনা আজকে আব্বার সাথে শহরে যাইতে হইব, চিন্তা নাই আইজকা তুই একাই যা, কোন সমস্যা হইব না।’
মিনা অতগ্য রান্নাঘরে গিয়ে ওর মায়ের থেকে টিফিনের বাটি নিয়ে কলেজের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে ওর বান্ধবী রিনার সাথে দেখা হয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে কলেজের রাস্তায় হাটছিল; এমন সময় একটা পিচ্চি, রহিম এসে ওদের সামনে দাড়ালো, তারপর মিনার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিয়ে বলল, ‘ভাইয়ে আমনেরে এইডা দিতে কইসে’
‘কোন ভাই?’ মিনা জিজ্ঞাস করে।
রহিম কিছু না বলেই একটা হাসি দিয়ে দৌড়ে পালিয়ে গেল।
‘ওই দেখি দেখি কে পাঠিয়েছে?’ রিনা অতি উৎসাহী হয়ে বলে।
‘ইশ! তোকে আমি দেখতে দেই আর তুই সারা গ্রাম ছড়াস না?’ বলে মিনা কাগজটা ব্যাগে পুরে দৌড় দিল। রিনা ওকে ধরার আগেই ওরা কলেজে পৌছে গেল। কলেজে টিচারদের সামনে রিনা কিছু করার সাহস পেলো না। প্রথম ক্লাস বাংলা। ওদের বাংলা ম্যাডাম নামে মাত্র পড়ান। ক্লাসে এসেই একটা বই থেকে রচনা পড়ে পড়ে পুরো ক্লাস শেষ করে দেন। মিনা তাই বাংলা ক্লাস শুরু হতেই ব্যাগ থেকে কাগজটা বের করে বেঞ্চের নিচে সবার অগচরে খুলল।
মিনা,
তুমি কি আজ রাত ১০টায় দক্ষিনের বাঁশ বাগানের কাছে জারুল গাছটার নিচে আমার সাথে দেখা করতে পারবে?
তাহলে রহিমের হাতে একটা সাদা পৃষ্ঠা দিয়ে দিও, ও তোমার ছুটির সময় কলেজের গেটে অপেক্ষা করবে।
শফিক
চিঠিটা পড়ে মিনা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। যেই ছেলের জন্য ও সহ গ্রামের প্রায় সব মেয়েই পাগল সে কিনা ওকে চিঠি দিয়েছে?! মিনার মন আনন্দে লাফাচ্ছিলোও আবার ওর ভয়ও হল। এত রাতে একা একা একটা ছেলের সাথে দেখা করতে যাওয়া কি ঠিক হবে? পরক্ষনেই ও চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। শফিক অনেক ভদ্র ছেলে। ও উল্টাপালটা কিছুই করবে না। মিনা তাই চিঠিটা ছিড়ে ফেলে ক্লাসের দিকে মন দিল। কিন্ত আজ যেন কোন ক্লাসেই মিনার মন বসছে না। শেষ ক্লাসের ঘন্টা দেওয়ার সাথে সাথেই মিনা কাথা থকে একটা সাদা কাগজ ছিড়ে নিল। বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে আসতে মিনা কথামত গেটের কাছে পিচ্ছি রহিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। মিনা পিচ্চির দিকে এগিয়ে গিয়ে কাগজটা ওর হাতে কাগজটা দিল। কাগজ নিয়েই পিচ্চি দৌড়।
‘কিরে মিনা ওর হাতে কি দিলি?’ মিনার বান্ধবী সালমা এসে জিজ্ঞাসা করে।
‘আরে কিছু না, এমনেই’ বলে মিনা তাড়াতাড়ি বাসার পথে পা বাড়ায়।
***
‘না রে মিনা আজকে আব্বার সাথে শহরে যাইতে হইব, চিন্তা নাই আইজকা তুই একাই যা, কোন সমস্যা হইব না।’
মিনা অতগ্য রান্নাঘরে গিয়ে ওর মায়ের থেকে টিফিনের বাটি নিয়ে কলেজের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে ওর বান্ধবী রিনার সাথে দেখা হয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে কলেজের রাস্তায় হাটছিল; এমন সময় একটা পিচ্চি, রহিম এসে ওদের সামনে দাড়ালো, তারপর মিনার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিয়ে বলল, ‘ভাইয়ে আমনেরে এইডা দিতে কইসে’
‘কোন ভাই?’ মিনা জিজ্ঞাস করে।
রহিম কিছু না বলেই একটা হাসি দিয়ে দৌড়ে পালিয়ে গেল।
‘ওই দেখি দেখি কে পাঠিয়েছে?’ রিনা অতি উৎসাহী হয়ে বলে।
‘ইশ! তোকে আমি দেখতে দেই আর তুই সারা গ্রাম ছড়াস না?’ বলে মিনা কাগজটা ব্যাগে পুরে দৌড় দিল। রিনা ওকে ধরার আগেই ওরা কলেজে পৌছে গেল। কলেজে টিচারদের সামনে রিনা কিছু করার সাহস পেলো না। প্রথম ক্লাস বাংলা। ওদের বাংলা ম্যাডাম নামে মাত্র পড়ান। ক্লাসে এসেই একটা বই থেকে রচনা পড়ে পড়ে পুরো ক্লাস শেষ করে দেন। মিনা তাই বাংলা ক্লাস শুরু হতেই ব্যাগ থেকে কাগজটা বের করে বেঞ্চের নিচে সবার অগচরে খুলল।
মিনা,
তুমি কি আজ রাত ১০টায় দক্ষিনের বাঁশ বাগানের কাছে জারুল গাছটার নিচে আমার সাথে দেখা করতে পারবে?
তাহলে রহিমের হাতে একটা সাদা পৃষ্ঠা দিয়ে দিও, ও তোমার ছুটির সময় কলেজের গেটে অপেক্ষা করবে।
শফিক
চিঠিটা পড়ে মিনা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। যেই ছেলের জন্য ও সহ গ্রামের প্রায় সব মেয়েই পাগল সে কিনা ওকে চিঠি দিয়েছে?! মিনার মন আনন্দে লাফাচ্ছিলোও আবার ওর ভয়ও হল। এত রাতে একা একা একটা ছেলের সাথে দেখা করতে যাওয়া কি ঠিক হবে? পরক্ষনেই ও চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। শফিক অনেক ভদ্র ছেলে। ও উল্টাপালটা কিছুই করবে না। মিনা তাই চিঠিটা ছিড়ে ফেলে ক্লাসের দিকে মন দিল। কিন্ত আজ যেন কোন ক্লাসেই মিনার মন বসছে না। শেষ ক্লাসের ঘন্টা দেওয়ার সাথে সাথেই মিনা কাথা থকে একটা সাদা কাগজ ছিড়ে নিল। বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে আসতে মিনা কথামত গেটের কাছে পিচ্ছি রহিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। মিনা পিচ্চির দিকে এগিয়ে গিয়ে কাগজটা ওর হাতে কাগজটা দিল। কাগজ নিয়েই পিচ্চি দৌড়।
‘কিরে মিনা ওর হাতে কি দিলি?’ মিনার বান্ধবী সালমা এসে জিজ্ঞাসা করে।
‘আরে কিছু না, এমনেই’ বলে মিনা তাড়াতাড়ি বাসার পথে পা বাড়ায়।
***