28-08-2021, 03:57 PM
রাত কত খেয়াল নেই ৷ দুটো প্রাণ এক সৃষ্টির সীমারেখায় দাঁড়িয়ে ব্যবধান খোজার চেষ্টা করে ৷ হয়ত রাতের গভীরে আবার জেগে ওঠে বিরহ বেদনা আর অভিসার , সেই অভিসারের অভিব্যক্তিতে আরেকটু করে ব্যবধান কমে আসে দুটো মনের ৷ মনের গন্ডিতে নিজেকে বাঁধতে কারি বা ভালো লাগে ৷ অসীম সংজ্ঞাহীন সাম্রাজ্যের দুটো আত্মা হারিয়ে যায় ব্যবধান হীন ঐশ্বর্যের জটিল পরিসমাপ্তিতে ৷ ভোরের আজানে উষ্ণ বুকে মুখ লুকিয়ে ফেলে বাবলু ৷ হয়ত আরেকটু বড় হতে হবে তাকে ব্যবধান খোজার আশায় ৷ রেশমির শরীরে আবেগের রেশ আর কোনো দিন ফুটবেনা নতুন সুর্যোদয়ের মত ৷