28-08-2021, 03:10 PM
(28-08-2021, 02:39 PM)ddey333 Wrote:
ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি প্রথম যে চাকরিতে যোগ দিয়েছিলাম তার জন্য শুরুর তিন মাস ব্যাঙ্গালোরে থাকতে হয়েছিল , আর যেহেতু শুধু তিন মাস তাই কোনো বাসা ভাড়া করিনি .. আমি আর এক বন্ধু রুম শেয়ার করে একটা লজে থাকতাম .... ম্যাজেস্টিকে ... একদম শহরের কেন্দ্রে ...
ওখানে নিচেই রাস্তায় দাঁড়িয়ে থাকতো ওরা ( এখনো থাকে নিশ্চই ) খদ্দের ধরার জন্য , রোজই চোখে পড়তো সন্ধে বেলায়.
মাঝে মাঝেই পুলিশ এসে তাড়া করতো ওদের তারপর পয়সা নিয়ে চলে যেত ...
একদিন সন্ধে সাতটা নাগাদ নিচে হাটতে বেরিয়েছি, ওই নাটক শুরু হলো ....
একটা বেশ স্বাস্থ্যবতী বেটে মতন মেয়ে পালাতে গিয়ে পড়ে গেছিলো ... ওর বাকি সাথীরা ওকে ফেলে এদিক ওদিক দৌড়ে পালালো .
আমি আর আমার বন্ধু গিয়ে দেখলাম ... কপাল ফেটে রক্ত বেরোচ্ছে ... আমাদের দুজনের চোখে চোখেই কথা হয়ে গেলো , মেয়েটাকে উঠিয়ে পাশেই একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ব্যাণ্ডেজ আর টিটেনাস এর ইনজেকশন লাগিয়েছিলাম আর তখনি চোখে পড়েছিল ও খুঁড়িয়ে হাটে, একটা পা পোলিও তে পঙ্গু ...
বেশি বকবক করবোনা , কিছুদিন পরে.... আগে অনুমতি নিয়ে আমাদের দুজনকে নিজের পয়সায় কিনে রাখি পরিয়েছিলো ও ...
যেদিন আমরা ছাড়লাম ওই শহর, শেষ বিদায় জানিয়েছিল , না কান্নাকাটি নয় ... সিঁড়ির তলায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল .... আমরাই শুধু জানতে পেরেছিলাম ওর বাবা মায়ের দেয়া আসল নামটা , পদম্বা ....
এরপর আর বলার কিছু থাকেনা আমার দাদা...... শুধুই কি নারীদের ভোগের বস্তু মেনে চলতে হবে? হ্যা আমরা উত্তেজিত মুহূর্তে হয়তো নারীকে কামের রূপে দেখি কিন্তু সেটা শুধু সেই মুহূর্তেই কিন্তু কিছু মানুষের কাছে নারী মানেই নিজের সুখ মেটানোর খেলনা
আমি বলছিনা যে সব নারীই পবিত্র.. মোটেই তা নয়. কিন্ত এই বিশ্বে পদম্বার মতো নারীরাও আছেন যারা পবিত্র ভালোবাসাকে সম্মান করে.... যে মনে করে পুরুষও দাদা /ভাইও হতে পারে. আপনি একটা অসাধারণ ঘটনা কয়েক লাইনে লিখে ফেললেন. ❤