28-08-2021, 10:07 AM
(27-06-2021, 10:39 AM)Bichitravirya Wrote: দাদা আমি পুরো জীবন দেখাবো। বেশ ভালো ভালো হাঁসি দুঃখ কষ্টের মুহুর্তের জীবন। খুলে বলছি না কিছু
না দাদা। কাহিনী টা আমারই। যখন প্রথম আকাশ আর সুচিত্রার ছোট গল্প লিখি ( অভিশাপ) সেটা পড়ার পর a-man দা আমাকে বলেছিলেন --- সিনিয়র খালাতো বোন যখন বউ পড়তে। আমি পড়েছিলাম। খুব ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকেই লেখকের জায়গায় দুজনের নাম।
দাদা এই আইডি টা সত্যকামের ( আমার কলেজ বন্ধুর) ও আচমকা, স্পেনের মিল্ফ লিখেছে।
আমি পিনু দার সাথে কথা বলবো বলে এখানে এসছিলাম। তারপর সত্যের পারিবারিক অবস্থা খারাপ হওয়ায় ওর কাছ থেকে আমি এই আইডি নিয়ে নিই।
তারপর থেকে সত্যকাম এবং বিচিত্রবীর্য ।
ভাবুন। কথা বলতে এসে লেখক হয়ে গেলাম। কিন্তু পিনু দার দেখা নাই ।
"হাঁসি" শব্দটা অচেনা লাগলো। অনেককেই "হাসতে" দেখেছি কিন্তু এখনও কাউকে "হাঁসতে" দেখিনি। হয়তো আমারই ভুল। মার্জনা করবেন।