28-08-2021, 10:07 AM
(27-06-2021, 10:39 AM)Bichitravirya Wrote: দাদা আমি পুরো জীবন দেখাবো। বেশ ভালো ভালো হাঁসি দুঃখ কষ্টের মুহুর্তের জীবন।খুলে বলছি না কিছু
![]()
না দাদা। কাহিনী টা আমারই। যখন প্রথম আকাশ আর সুচিত্রার ছোট গল্প লিখি ( অভিশাপ) সেটা পড়ার পর a-man দা আমাকে বলেছিলেন --- সিনিয়র খালাতো বোন যখন বউ পড়তে। আমি পড়েছিলাম। খুব ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকেই লেখকের জায়গায় দুজনের নাম।
দাদা এই আইডি টা সত্যকামের ( আমার কলেজ বন্ধুর) ও আচমকা, স্পেনের মিল্ফ লিখেছে।![]()
আমি পিনু দার সাথে কথা বলবো বলে এখানে এসছিলাম। তারপর সত্যের পারিবারিক অবস্থা খারাপ হওয়ায় ওর কাছ থেকে আমি এই আইডি নিয়ে নিই।![]()
![]()
![]()
তারপর থেকে সত্যকাম এবং বিচিত্রবীর্য ।![]()
ভাবুন। কথা বলতে এসে লেখক হয়ে গেলাম। কিন্তু পিনু দার দেখা নাই ।![]()
"হাঁসি" শব্দটা অচেনা লাগলো। অনেককেই "হাসতে" দেখেছি কিন্তু এখনও কাউকে "হাঁসতে" দেখিনি। হয়তো আমারই ভুল। মার্জনা করবেন।