26-08-2021, 05:37 PM
মাঝে মাঝেই নাটালিয়ার সাথে এই-সেই নিয়ে ক্লাসের পরে আড্ডা দিতাম। উনার নির্দেশ ছিল নাটালিয়া বলে ডাকতে হবে, নাহলে নাকি উনার নিজেকে বুড় মনে হয়। উনাকে দেখে কিন্তু উনাকে বুড় বলার প্রশ্নই ওঠেনা। জার্মান রক্তের দরুন দেহের গঠন বেশ সুন্দর। চেহারাটাও বেশ মার্জিত। সবসময় হালকা মেকাপ থাকে আর চুল বাঁধা থাকে সুন্দর করে। জামা কাপড়ের বিশয়ে বরাবরই সৌখীন। এবং যাই পরে তাতেই চমৎকার মানায়ও তাকে। প্রায়ই উনাকে টেনিস খেলতে দেখতাম। সেই সুবাদে শরীরটা বেশ আছে। চরবির কোন চিহ্ন তো নেই উপরন্ত বালি ঘড়ি বা আওয়ারগ্লাসের মত ফিগার। যখন টেনিস খেলতেন তখন উনাকে দেখলে হয়ত বিশ্বাসই করতাম না যে উনি একজন প্রোফেসর মানুষ। ছাত্রী বলে অনায়েসে কাটিয়ে দেওয়া যায়।
প্রথম পরিক্ষার আগের দিন তো আমার মাথায় বাজ। কিছুই পারিনা। এত হাজার হাজার জিনিস! আমি গেলাম নাটালিয়ার অফিসে। আগে সেখানে যায়নি কখনো যদিও উনি ক্লাসে প্রায়ই বলতেন বিপদে পড়লে আমরা যেন উনার কাছে যায়। পৌছতেই এক গাল হাসি হেসে বললেন, আরে ভ্যান হেলেন নাকি?
- ভ্যান হেলেন হলে তো আর ভূগোল পড়া লাগতো না!
- অনেক সমস্যা?
- মনে হয় না পাস করবো।
- দেখাও তোমার সমস্যা। কতদুর সমাধান করতে পারি দেখি।
প্রায় এক ঘন্টা বোঝালেন অনেক জিনিস। মাঝে আরেকটা ছেলে আসলো। ভারতীয়। সে সবই পারে। তবু খানিক্ষন এসে জাহির করে গেল তার জ্ঞ্যানের পরিধি। কেন সে এসেছিল বুঝতে পারলাম একটু পরে। কিন্তু আমার অবস্থা বেশ খারাপ। আমার প্রায় কান্নার দশা। উনি বললেন, তোমার আরেকটু সময় দরকার ছিল। এক দিনে তো সব সম্ভব না। এটা তো কেবল একটা পরিক্ষা। পরের পরিক্ষাগুলোর একটু আগে থাকতে আসলে, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। এখন ছাড়ো। চল তোমাকে চা খাওয়ায়।
আমি একটু চিন্তায় ছিলাম, তাই আর চা না খেতে রাজি হলাম না। উনি খানিক্ষন আমতা আমতা করে বললেন, আমার এটা বলা ঠিক না কিন্তু তুমি চ্যাপটার ৪-এ একটু বেশি জোর দাও। কালকে দেখা হবে। গুড লাক!
প্রথম পরিক্ষার আগের দিন তো আমার মাথায় বাজ। কিছুই পারিনা। এত হাজার হাজার জিনিস! আমি গেলাম নাটালিয়ার অফিসে। আগে সেখানে যায়নি কখনো যদিও উনি ক্লাসে প্রায়ই বলতেন বিপদে পড়লে আমরা যেন উনার কাছে যায়। পৌছতেই এক গাল হাসি হেসে বললেন, আরে ভ্যান হেলেন নাকি?
- ভ্যান হেলেন হলে তো আর ভূগোল পড়া লাগতো না!
- অনেক সমস্যা?
- মনে হয় না পাস করবো।
- দেখাও তোমার সমস্যা। কতদুর সমাধান করতে পারি দেখি।
প্রায় এক ঘন্টা বোঝালেন অনেক জিনিস। মাঝে আরেকটা ছেলে আসলো। ভারতীয়। সে সবই পারে। তবু খানিক্ষন এসে জাহির করে গেল তার জ্ঞ্যানের পরিধি। কেন সে এসেছিল বুঝতে পারলাম একটু পরে। কিন্তু আমার অবস্থা বেশ খারাপ। আমার প্রায় কান্নার দশা। উনি বললেন, তোমার আরেকটু সময় দরকার ছিল। এক দিনে তো সব সম্ভব না। এটা তো কেবল একটা পরিক্ষা। পরের পরিক্ষাগুলোর একটু আগে থাকতে আসলে, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। এখন ছাড়ো। চল তোমাকে চা খাওয়ায়।
আমি একটু চিন্তায় ছিলাম, তাই আর চা না খেতে রাজি হলাম না। উনি খানিক্ষন আমতা আমতা করে বললেন, আমার এটা বলা ঠিক না কিন্তু তুমি চ্যাপটার ৪-এ একটু বেশি জোর দাও। কালকে দেখা হবে। গুড লাক!