26-08-2021, 05:36 PM
আমরা দুজনেই একটু হাসলাম। উনার নামটা ওভাবে ভেঙে না বললেউ হতো। এতদিন বোস্টনে থেকে ইহুদি নাম না বুঝতে পারার কোন কারণ নেই। বুঝলাম এই মহিলা বেশ রসিক। বাকিটা পড়ে ভুরু দুটো একটু উঁচু করে বললেন, তুমি গিটার বাজাও? ভাল বাজাও নাকি খালি কর্ড্স চেন? বলে একটা দুষ্টু হাসি ফুটিয়ে তুললেন। আমি হেসে বললাম, কর্ডস ছাড়াও একটু একটু পারি।
-
মডেস্ট পুরুষ? আজকাল তো তোমরা রেয়ারিটি! আমার একটু একটু গানের সখ আছে তবে তার মানে আমি খালি একটু কুরুশের কাজ ছাড়া আর কিছু পারি না। আমি একটু একটু পিয়ানো বাজায়। তুমি ভগনারকে চেন?
- জী।
- আমি তাঁর বিশাল ভক্ত। আমরা তো আবার এক দেশের মানুষ। তুমি কি সাস্ত্রীয় শঙ্গীত শোন? ভগনারকে তোমার বয়সী খুব বেশি মানুষের চেনার কথা না।
-- আমি মেটাল বাজায়। মেটালের জন্ম কিন্তু ভগ্নারের গান দিয়েই।
- আঃ হাঃ! ডেভিল্স সাউন্ড! ৪-টা তো বাজে, আমার যা বয়স একটু পরেই আবার আমার বেড টাইম। ৪০ হওয়া বেশ কঠিন। বাড়ি যায়, চল।
আমি উনার সাথে হাটতে লাগলাম বাইরের দিকে। মেজাজ টা এখন বেশ ভাল হয়ে গেছে। ভূগোল নিয়ে আমার বরাবরি একটু অনিহা থাকলেউ এখন একটু চাপ সৃষ্টি হয়ে গেল। টিচার চেহারা চেনে। এখন খারাপ করলে একটু মান সম্মানের বিষয়। প্রথম কয়েক সপ্তাহ ভালই গেল। নিয়মিত পড়া লেখা করতে লাগলাম কিন্তু বাকে কোর্স গুলো চাপ এমন অবস্থায় চলে গেল যে আসতে আসতে অনিয়ম শুরু হল।
-
মডেস্ট পুরুষ? আজকাল তো তোমরা রেয়ারিটি! আমার একটু একটু গানের সখ আছে তবে তার মানে আমি খালি একটু কুরুশের কাজ ছাড়া আর কিছু পারি না। আমি একটু একটু পিয়ানো বাজায়। তুমি ভগনারকে চেন?
- জী।
- আমি তাঁর বিশাল ভক্ত। আমরা তো আবার এক দেশের মানুষ। তুমি কি সাস্ত্রীয় শঙ্গীত শোন? ভগনারকে তোমার বয়সী খুব বেশি মানুষের চেনার কথা না।
-- আমি মেটাল বাজায়। মেটালের জন্ম কিন্তু ভগ্নারের গান দিয়েই।
- আঃ হাঃ! ডেভিল্স সাউন্ড! ৪-টা তো বাজে, আমার যা বয়স একটু পরেই আবার আমার বেড টাইম। ৪০ হওয়া বেশ কঠিন। বাড়ি যায়, চল।
আমি উনার সাথে হাটতে লাগলাম বাইরের দিকে। মেজাজ টা এখন বেশ ভাল হয়ে গেছে। ভূগোল নিয়ে আমার বরাবরি একটু অনিহা থাকলেউ এখন একটু চাপ সৃষ্টি হয়ে গেল। টিচার চেহারা চেনে। এখন খারাপ করলে একটু মান সম্মানের বিষয়। প্রথম কয়েক সপ্তাহ ভালই গেল। নিয়মিত পড়া লেখা করতে লাগলাম কিন্তু বাকে কোর্স গুলো চাপ এমন অবস্থায় চলে গেল যে আসতে আসতে অনিয়ম শুরু হল।