26-08-2021, 05:35 PM
এক ছাত্রের গল্প
৪-টার কাছাকাছি বাজে। আর একটা ক্লাস করেই বাড়ি! সারাদিন বিশ্ববিদ্যালয়ে বসে আছি, তাই মেজাজ বিশেষ ভাল না। কেন যে প্রকৌশলের ছাত্র হয়ে ভূগোল পড়তে হবে তা আমার পক্ষে বোঝা সম্ভব না। এমন সময় প্রোফেসর প্রবেশ করলেন। দেখে মনে হল ভদ্রমহিলা সবে মেকাক করে এসেছেন। আমরা খাওয়ার সময় পাইনা আর উনারা মেকাক রিটাচ করে ক্লাসে আসেন! দেখেই বোঝা যায় যে ইনার সাজগোজের প্রতি একটা ঝোঁক আছে। পরনের পোশাক পরিশ্কার ছিমছাম। গায়ের গোলাপি ভি-গলা জ্যাকেটের নিচে একটা ধবধবে সাদা শার্ট। সাথে পরেছেন সাদা রঙের স্কার্ট যা উনার হাটুর একটু নিচ পর্যন্ত আসে এবং পায়ের বাকি অংশটা স্টকিংসে ঢাকা। মাথার চুর পরিপাটি করে একটা দর্শনীয় খোপা করে বাঁধা আর চোখে খুব সম্ভব ডিজায়নার চশ্মা।
হালকা হেসে সূন্দর ইংরেজী উচ্চারণে বললেন, দূঃখিত আমার আসতে একটু দেরি হয়ে গেল। আজকে যেহেতু আমাদের প্রথম দিন কিছু জিনিস প্রিন্ট করতে হতো। ডিপার্টমেন্টের কপিয়ারটা গিয়ে দেখি ভাঙা। তাই … তবে সুসংবাদটা হলো তোমরা প্রত্যেকে এখানে এসে একটা করে সেট আউটলাইন নিয়ে আর একটা করে ফর্ম পুরন করে বাড়ি চলে যেতে পারো। সো, সি ইউ অল নেকস্ট উইক! বলে একটা প্রাণ খোলা হাসি হেসে উনি কাগজপত্র বের করে টেবিলে রাখলেন। আমার মেজাজটা একটু কমা শুরু করলো কিন্তু কে যানে কি ফর্ম, পুরন করতে কয়দিন লাগে। গিয়ে দেখলাম সেরকম কিছু না। একটা চিরকুটের মধ্যে আমাদের নাম, বর্ষ, মেজর, কেন এই ক্লাস নিচ্ছি, আর লেখাপড়া ছাড়া আর কী বিশয়ে আগ্রহী তা লিখতে হবে। ক্লাসটা বেশি বড় না। ৩০ জনের মত, তাও আবার আজকে অনেকেই নেই। আমার কাগজটা উনার হাতে দিয়ে ফেরত আসতে যাবো এমন সময় উনি ডেকে বললেন, উয়েট এ সেকেন্ড। সরি ফর সাউন্ডিং ইগনরেন্ড বাট হাউ ডু ইউ সে ইওর নেম? এই বলে কলেজের বাচ্চা মেয়েদের মত হাসতে শুরু করলেন।
-
বিদেশি নাম গুলো বড্ড কঠিন হয়। আমার নিজের নামটাই তো বেশ বদখদ।
- সো-মি-রন মো-জুম-দার। ইট্স নট টু কমপ্লিকেটেড।
- না-টা-লী-য়া শু-ল্জ-মান! আই হোপ ইউ শ্যাল নট হেট দা নেম বাই দা এন্ড অফ দা টার্ম!
৪-টার কাছাকাছি বাজে। আর একটা ক্লাস করেই বাড়ি! সারাদিন বিশ্ববিদ্যালয়ে বসে আছি, তাই মেজাজ বিশেষ ভাল না। কেন যে প্রকৌশলের ছাত্র হয়ে ভূগোল পড়তে হবে তা আমার পক্ষে বোঝা সম্ভব না। এমন সময় প্রোফেসর প্রবেশ করলেন। দেখে মনে হল ভদ্রমহিলা সবে মেকাক করে এসেছেন। আমরা খাওয়ার সময় পাইনা আর উনারা মেকাক রিটাচ করে ক্লাসে আসেন! দেখেই বোঝা যায় যে ইনার সাজগোজের প্রতি একটা ঝোঁক আছে। পরনের পোশাক পরিশ্কার ছিমছাম। গায়ের গোলাপি ভি-গলা জ্যাকেটের নিচে একটা ধবধবে সাদা শার্ট। সাথে পরেছেন সাদা রঙের স্কার্ট যা উনার হাটুর একটু নিচ পর্যন্ত আসে এবং পায়ের বাকি অংশটা স্টকিংসে ঢাকা। মাথার চুর পরিপাটি করে একটা দর্শনীয় খোপা করে বাঁধা আর চোখে খুব সম্ভব ডিজায়নার চশ্মা।
হালকা হেসে সূন্দর ইংরেজী উচ্চারণে বললেন, দূঃখিত আমার আসতে একটু দেরি হয়ে গেল। আজকে যেহেতু আমাদের প্রথম দিন কিছু জিনিস প্রিন্ট করতে হতো। ডিপার্টমেন্টের কপিয়ারটা গিয়ে দেখি ভাঙা। তাই … তবে সুসংবাদটা হলো তোমরা প্রত্যেকে এখানে এসে একটা করে সেট আউটলাইন নিয়ে আর একটা করে ফর্ম পুরন করে বাড়ি চলে যেতে পারো। সো, সি ইউ অল নেকস্ট উইক! বলে একটা প্রাণ খোলা হাসি হেসে উনি কাগজপত্র বের করে টেবিলে রাখলেন। আমার মেজাজটা একটু কমা শুরু করলো কিন্তু কে যানে কি ফর্ম, পুরন করতে কয়দিন লাগে। গিয়ে দেখলাম সেরকম কিছু না। একটা চিরকুটের মধ্যে আমাদের নাম, বর্ষ, মেজর, কেন এই ক্লাস নিচ্ছি, আর লেখাপড়া ছাড়া আর কী বিশয়ে আগ্রহী তা লিখতে হবে। ক্লাসটা বেশি বড় না। ৩০ জনের মত, তাও আবার আজকে অনেকেই নেই। আমার কাগজটা উনার হাতে দিয়ে ফেরত আসতে যাবো এমন সময় উনি ডেকে বললেন, উয়েট এ সেকেন্ড। সরি ফর সাউন্ডিং ইগনরেন্ড বাট হাউ ডু ইউ সে ইওর নেম? এই বলে কলেজের বাচ্চা মেয়েদের মত হাসতে শুরু করলেন।
-
বিদেশি নাম গুলো বড্ড কঠিন হয়। আমার নিজের নামটাই তো বেশ বদখদ।
- সো-মি-রন মো-জুম-দার। ইট্স নট টু কমপ্লিকেটেড।
- না-টা-লী-য়া শু-ল্জ-মান! আই হোপ ইউ শ্যাল নট হেট দা নেম বাই দা এন্ড অফ দা টার্ম!