25-08-2021, 12:36 PM
যাও বা একটু-আধটু আমাদের মধ্যে চলছিল, এই হতভাগা নতুন বানিজ্য প্রদর্শনীটা, যেটার সব দায়-দ্বায়িত্ব পারমিতা সেধে নিজের কাঁধে তুলে নিয়েছে, ওটা এসে সমস্ত কিছু একেবারে বন্ধ করে তালা-চাবি মেরে দিয়েছে। শেষ দুই মাস আমরা এক রত্তিও সহবাস করিনি, শুধু রাতে পাশাপাশি শুয়েছি। উফ্*! চিন্তা করলেই মাথাটা আগ্নেয়গিরির মতো গরম হয়ে যায়। নিজেকে যেন অচ্ছুত মনে হচ্ছে। দিন কাটতে কাটতে বিকেল হয়ে গেল। ক্লান্তিকর মিটিংগুলো আমার খারাপ মেজাজ আরো খারাপ করে দিলো। বিকেল চারটের সময় কেবিনে একলা বসে একটা রিপোর্ট দেখছি, সেক্রেটারি এসে দরজা ধাক্কালো। “স্যার, আপনার সাড়ে চারটের মিনিংটা ক্যানসেল হয়ে গেছে। ক্লায়েন্ট পরশু মিটিংটা ফেলার জন্য অনুরোধ করছে। আমি আপনার ডায়রি চেক করে দেখেছি। পরশু বিকেল পাঁচটার পর আপনি ফ্রি আছেন। আমি কি ওদের পরশুদিন পাঁচটার সময় আসতে জানিয়ে দেবো?” আমি রিপোর্ট থেকে মুখ তুলে স্নিগ্ধার দিকে তাকালাম। বয়স কম হলেও স্নিগ্ধা বেশ কাজের মেয়ে। অল্পবয়েসী হবার দরুন একটু ছটফটে। কিন্তু এটাও ঠিক যে চটপট সিদ্ধান্ত নেবার ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। মাত্র চার মাস হলো আমার অফিসে ঢুকেছে। কিন্তু এই চার মাসেই সবকিছু খুব সুন্দর ভাবে বুঝে নিয়েছে। মাঝেমধ্যে যখন কামাই করে, তখন ওকে ছাড়া আমি চোখে অন্ধকার দেখি। হাসি মুখে বললাম, “বেশ জানিয়ে দাও। কিন্তু সঙ্গে এটাও জানিও যে এবার যদি ওরা মিটিং ক্যানসেল করে, তাহলে আমিও ওদের কন্ট্র্যাকটা ক্যানসেল করে দেবো।” “খুব ভালো কথা, স্যার!” বলে স্নিগ্ধা ক্লায়েন্টদের খবর দিতে চলে গেল। যাক আর একটা বিরক্তিকর মিটিং থেকে তো রেহাই পাচ্ছি। আজ দিনের শুরুটা খারাপ হলেও শেষটা মনে হয় না মন্দ হবে। মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। ভাবছি যদি রিপোর্টটা যদি একটু আগেভাগে শেষ করতে পারি, তাহলে আজ স্ত্রীকে গিয়ে ওর কাজে সাহায্য করবো। পারমিতার সত্যিই কয়েকদিন ধরে একটু বেশি মাত্রায় খাটাখাটনি যাচ্ছে। একটু না হয় ওর কাজে হাত বাটাবো। বউও খুশি হয়ে যাবে আর আমিও রাতে,বলা যায় না, অনেকদিন বাদে হয়তো আবার সুযোগ পাবো। আজ না হয় খেলা দেখবো না, নিজেই খেলবো। মনটা আরো বেশি পুলকিত হয়ে উঠলো। রিপোর্টটা শেষ হতে হতে কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেল। “ছয়টা বেজে গেছে স্যার!” স্নিগ্ধা আবার কেবিনে এসে আমার সামনে দাঁড়ালো। “আমি কি যেতে পারি? বয়ফ্রেন্ডের সাথে আজ প্রিয়াতে একটা সিনেমা দেখতে যাওয়ার কথা আছে, স্যার।” স্নিগ্ধার উপর ঈর্ষা হলো। অনেকদিন হলো বউকে নিয়ে কোনো সিনেমা হলে যাই না। জিজ্ঞাসা করলাম, “কি সিনেমা স্নিগ্ধা?” “জিন্দেগী না মিলেগী দোবারা! হৃত্বিক আছে, স্যার! হৃত্বিক আমার প্রিয় নায়ক!” “হুম! আচ্ছা যাও। কাল দেখা হবে।” “শুভরাত্রি স্যার।” অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ আমার কাজ শেষ হলো। কোনমতে কোটটা গায়ে গলিয়ে টাইটা গলায় বেঁধে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোলাম।