25-08-2021, 12:34 PM
যদি আমার রোজ রোজ বাড়িতে দেরী করে আসা তোমার পছন্দ না হয়, তাহলে তুমি আজ কাজের পর আমাদের অফিসে এসে আমাকে সাহায্য করতে পারো।” পারমিতা মুখে একরাশ বিরক্তি নিয়ে বললো। “তুমি কি আমার সাথে ঠাট্টা করছ?” আমি ততোধিক বিরক্তির সাথে আমার প্রতিক্রিয়া জানালাম। “তুমি নিশ্চয়ই জানো কাজ শেষ করার পর আমার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। তোমাকে ওই বানিজ্য মেলা প্রদর্শনীতে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়।” আমি প্রাতরাশে মন দিলাম। আমার স্ত্রীও চুপ করে গেল। একটা ঠান্ডা নীরবতা সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে নেমে এলো। এটা আমার বউয়ের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, শেষ মিনিটে এসে এমন কিছু দাবি জানানো যেটা আমার পক্ষে কখনো মেটানো সম্ভব নয়। আজ অনেকগুলো মিটিং আছে আর সেগুলো সব শেষ হতে হতে ছয়টা বেজে যাবে। আজ শুধু কাজকর্ম সেরে ভরপেট খেয়ে আমি টিভির সামনে বসতে চাই। টিভিতে একটা ভালো ফুটবল ম্যাচ আছে, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। চটপট প্রাতরাশ শেষ করে আমরা নিজের নিজের গাড়ি নিয়ে আপন আপন গন্তব্যস্থলের দিকে বেরিয়ে গেলাম। ট্রাফিকের ভিড় কাটাতে কাটাতে রেডিও শুনতে শুনতে ভাবতে লাগলাম পারমিতা দিনকে দিন কতটা ছেলেমানুষ হয়ে পরছে। ব্যবসা শুরু করার পর থেকে এই সাত-আট মাস ধরে ও শুধুই কাজ করছে। বাড়িতে একদম সময় দিচ্ছে না আর যার ফলে আমাদের অত সুন্দর যৌনজীবনটা টিবির রোগীর মত কাশতে কাশতে ভুগছে।