25-08-2021, 10:03 AM
লোকটা চলে যাবার পরে, আমি পা টিপে টিপে এগিয়ে গিয়ে শিকল বিহীন দরজা ঠেলে ঘরের ভিতরে উঁকি মারলাম... দেখলাম ছোট ঘরের রয়েছে একটা বড় খাট... সেই বিছানার চাদর একেবারে কুঁচকে- দুমড়ে মুষড়ে একাকার... খাটের ধারে একটি মহিলা এক রাশ এলো চুল নিয়ে পা ঝুলিয়ে বসে আছে, তা পরনে শুধু একটা সায়া আর সে মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকিয়ে নিজের ব্লাউজের হুক গুলি লাগাচ্ছে... লোকটার সাথে এই মহিলা যে এতক্ষণ উলঙ্গ অবস্থায় ছিল সেটা আমার বুঝতে দেরি হোল না... একটা মহিলা এক পর পুরুষের সাথে উলঙ্গ হয়ে শুধু সময় তো কাটায় না... যৌন সেবা প্রদান করা... যে লোকটা একটু আগে ঘর থেকে বেরিয়ে গেল, সে ভাল ভাবেই এই মহিলা কে ভোগ করেছে- বিছানার দুমড়ানো- মুষড়ান-কুঁচকানো চাদর ওদের কাম লীলার প্রমাণ... আমার সেটাও বুঝতে দেরি হোল না... কিন্তু আমার যেটা বিশ্বাস হচ্ছিল না – সেটা হোল গিয়ে কি এই মহিলা- যে খাটে এক ধারে এলো চুল নিয়ে বসে শুধু সায়া পরে নিজের ব্লাউজের হুক গুলি আটকাচ্ছিল সে আর কেউ নয় স্বয়ংআমার ৪১ বছর বয়সী মা’ মণি...