25-08-2021, 09:16 AM
(24-08-2021, 05:47 PM)Bichitravirya Wrote: এখানে একটা প্রশ্ন ছিল --- পিরিয়ড ক্লাস এইটে হয়েছে ? আমি কিন্তু জানি 15/16 বছরের আগে হয়না। আর ক্লাস এইট মানে তো খুব জোড় 13/14 । এবার কোনটা সত্য ?
❤❤❤
কাম সারসে রে ! - কেউ বলছেন - Truth is Stranger than Fiction. কল্পনাকেও হার মানায় 'সত্য' । - আবার করো মত - অযোধ্যা নয় , আসলে রামজন্মভূমি হলো কবির-মনোভূমি - এটিই 'সত্য' । - আবার , পন্তিয়াস পিলেত্ যখন প্রশ্ন করেন সেই শাশ্বত-প্রেমিকজনকে ''তুমি কি ইহুদিদের রাজা হতে চাইছো ?'' - বিচার-প্রহসনের সামনে দাঁড়িয়ে অকুতোভয় মানুষটি মৃদু হাসেন - উত্তর দেন - '' না , আমি সন্ধান করছি সত্যের ।'' - শাসক প্রশ্ন ছুঁড়ে দেন - '' সত্য কি ?'' - বাইরে হাজারো মানুষের ''কীল হিম কীল হিম'' চিৎকারে ঢাকা পড়ে যায় ''বিপ্লবী-প্রেমিকের'' কন্ঠ ... শাসক-ও আর অপেক্ষা করেন না ''কী সত্য'' এই প্রশ্নের জবাব শোনার জন্য . . . . বাকীটা ই তি হা স... । -- না, আপনি জনাব নিশ্চয় অপেক্ষা করছেন ''কোনটা সত্য'' জানার জন্য ? - গরম দেশের মেয়েরা ও ব্যাপারে শীতের দেশের মেয়েদের তুলনায় সময়ে এগিয়ে বয়সে পিছিয়ে থাকে । ''সত্য'' হলো আমার অনেক বন্ধু সিক্সের শেষদিকেই .... - আসলে জনাব , এই রজোদর্শন বিষয়টি তো তথাকথিত 'মার্কসবাদ' নয় যে বুক বাজিয়ে বলা যাবে - এটি বিজ্ঞান , তাই ''সত্য'' !! - সালাম ।