23-08-2021, 04:41 PM
(23-08-2021, 03:44 PM)a-man Wrote: যাহোক গল্পের মূল আকর্ষণ কিন্তু থাকবে সেটাই যে আকাশ কিভাবে তার চোখের তারাকে জিতে নেয়, আর হয়তোবা কোনো তৃতীয় পক্ষেরও আমদানি হবে সেখানে কারণ হাজার হলেও সূচি তার আকাশের চেয়ে বয়সে বড় আর এই সমাজ যে এমন সম্পর্ককে কি নজরে দেখে সেটাতো বলার অপেক্ষা রাখেনা নিশ্চই।
সময় করে দেখে নেবো "বিরানা"। আর ওই Tahkhana দেখে ছোটবেলায় ভয় পেলেও ওই ছবির একটা গান তখন থেকেই আমার অনেক পছন্দের, এখনো শুনি মাঝমাঝে https://www.youtube.com/watch?v=mHIPqYL-FIM
সুচি আকাশের অনেক কিছুই থাকবে। আপনি পড়তে থাকুন। একজন কৈশোরে পদার্পণ করেছে আর একজন যৌবনে। ভাবুন একবার।
আজ কি সব হচ্ছে। এই গানটা ছোটবেলায় খুব উত্তেজক ছিল। ভাং খাইয়ে বুঝতেই পারছেন
❤❤❤