23-08-2021, 03:55 PM
(23-08-2021, 03:15 PM)Bichitravirya Wrote: এই কড়া রোদে একেই গরম হয়ে আছি আপনি আরও গরম করে দিলেন। ছোটবেলায় এই মহিলা ছিল আমার এক নম্বর এডাল্ট অভিনেত্রী। এখন কোথায় আছে কেউ জানে না। বেশি সিনেমাও করেনি। উফফফ কি বলবো দেখলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়
আর নিকিতা ওটা কে ঠিক চিনলাম না
❤❤❤
আসলেই কেমন যেন একটা নিষ্পাপ শিশুসুলভ চাহনি জেসমিনের!
অনেকেই তাদের ক্যারিয়ারটা শুরুতে ভালো করলেও কেন যেন আর দীর্ঘ করতে পারেনি, অকালেই হারিয়ে যায়। যেমন রামসে ব্রাদার্স জুটির হরর চলচিত্রের হেমন্ত বিরজের কথাই ধরা যেতে পারে, ৮০ এর দশকের হরর ছবি ব্যাতিত ৯০ এর দশকেই একেবারে হারিয়ে গিয়ে মুছে যায় দর্শকের মন থেকে। আর কামরান রিজভীর পরিণতি তো আরো করুন, সে খুন হয়ে যায় পারিবারিক দন্দের কারণে সেই ৯০ সালেই!