23-08-2021, 03:44 PM
(23-08-2021, 02:50 PM)Bichitravirya Wrote: সুচি আকাশের যৌবনের অনেক কিছুই থাকবে। তবে সেটার সময় এখনও আসেনি। আপনি বাবান দার কথা মতো veerana দেখুন। ওতে একজন নায়িকা আছে। জেসমিন নাম। উফফফ কি বলবো। ক্রাস আমার। এখনও সুড়সুড়ি দেয়
❤❤❤
যাহোক গল্পের মূল আকর্ষণ কিন্তু থাকবে সেটাই যে আকাশ কিভাবে তার চোখের তারাকে জিতে নেয়, আর হয়তোবা কোনো তৃতীয় পক্ষেরও আমদানি হবে সেখানে কারণ হাজার হলেও সূচি তার আকাশের চেয়ে বয়সে বড় আর এই সমাজ যে এমন সম্পর্ককে কি নজরে দেখে সেটাতো বলার অপেক্ষা রাখেনা নিশ্চই।
সময় করে দেখে নেবো "বিরানা"। আর ওই Tahkhana দেখে ছোটবেলায় ভয় পেলেও ওই ছবির একটা গান তখন থেকেই আমার অনেক পছন্দের, এখনো শুনি মাঝমাঝে https://www.youtube.com/watch?v=mHIPqYL-FIM