23-08-2021, 02:54 PM
(23-08-2021, 12:25 PM)Sanjay Sen Wrote: বুম্বা এবং বাকিরা আপডেটটির সম্বন্ধে সবকিছুই বলে দিয়েছে, তাই নতুন করে কিছু বলার নেই। তবে আমি একটা অন্য কথা বলতে চাই।
এই গল্পের পরিসমাপ্তি যখন অনেকেরই জানা (যারা তোমার ওই short story টা পড়েছিল) অর্থাৎ এই গল্পের শেষে কি হতে চলেছে সেই নিয়ে কারোর মাথাব্যাথা থাকার কথা নয়। এক্ষেত্রে তোমার অর্থাৎ লেখকের সব থেকে বড় চ্যালেঞ্জ বর্তমান ঘটনাগুলিকে আরো আকর্ষক করে পাঠকদের কাছে পরিবেশন করা, যাতে তারা গল্পটি পড়তে আকৃষ্ট হয় এবং এই কাজটা তুমি ভালোই করছো।
লাইক এবং রেপু added
একটা সময় ছিল। সময় টা এই কয়েক মাস আগের। তখন প্রসংশা শুনলে পা কাঁপতো। প্রসংশা শুনে তো বড়ো হয়নি। তাই কেমন একটা লাগতো। তারপর বাবান দা, বুম্বাদার কমেন্ট পড়ে আত্মবিশ্বাস বাড়লো। এখনও বাড়ছে। আপনারটাও সেই ধরনের কমেন্ট। এখন প্রসংশা শুনতে খুব ইচ্ছা হয়
লেখার ব্যাপারে বলবো --- সবসময়ই একটা চ্যালেঞ্জ থাকে আমাদের যে অন্য কারোর সাথে মিলছে না তো? নতুনত্ব বজায় আছে তো! এইসব আর কি
❤❤❤