23-08-2021, 02:17 PM
(23-08-2021, 09:31 AM)Bumba_1 Wrote: পুরো লেখাটাই খুব মন দিয়ে পড়লাম।
আকাশ আর সুচিত্রার খুনসুটি মিষ্টি-মধুর খুনসুটি অব্যাহত। সুচিত্রার নামে আকাশের ছড়া কাটা, সুচিত্রার নাচের শাড়ি লুকিয়ে রাখা, তারপর দুজনের মধ্যে বালিশ দিয়ে মারামারি, সবশেষে সুচিত্রার নাচ .. পুরো ব্যাপারগুলোই দারুণ উপভোগ্য।
দুজনে মিলে ভূতের সিনেমা দেখে অতিরিক্ত ভয় পেয়ে যাওয়া, তারপর উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে সুমির Honda Activa scooty উপহার পাওয়া .. এগুলোও বেশ ভালো লাগলো।
তবে রাত দুটোর সময় কার ফোন এলো কে জানে .. হয়তো কোনো বিপদের পূর্বাভাস।
ক্লাস এইটে সুচির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি !! oh my God
বেশ কিছু জায়গায় চন্দ্রবিন্দু (৺) অধিক মাত্রায় ব্যবহৃত হয়েছে।
যাই হোক, সব মিলিয়ে ভালোই এগিয়ে চলেছে গল্পটি। শুভকামনা রইলো আর তার সঙ্গে লাইক এবং রেপু।
আহহহহ। দিল গার্ডেন গার্ডেন হো গেয়া আপনার কমেন্ট পড়ে।
উচ্চতা নিয়ে যেটা বললেন তার জন্য বলবো --- কিছু কিছু ভুল থাকুক। কয়েকটা অপছন্দের জায়গা থাকুক।
❤❤❤