23-08-2021, 12:49 PM
ঘার ঘুড়িয়ে তাকাতে দেখলাম ওষুধের দোকানের সামনে রিকশা থেকে নামছে মা। একটা কচি কলাপাতা রঙের শাড়ি আর তার সাথে একটা ডিপ সবুজ ব্লাউস। নামার সময় আঁচল টা একটু সড়ে যেতে মার গভীর চেরা নাভি দেখা গেলো। মা চিরকাল নাভির অনেক নীচ দিয়ে শাড়ি পড়ে, আর সেই জন্যেই রাস্তার লোক গুলো হ্যাংলার মতন তাকিয়ে থাকে পেটের দিকে।
"মা, তুমি এখানে?", আমি আর নন্তু একটু এগিয়ে গিয়ে জিগাসা করলাম।
"ওহ তুই এখানে আছিস। ওই পাড়ার দোকান টা আজকে বন্ধ রেখেছে তাই এখানে একবার খুজে দেখতে এলাম", মা বলল।
"বাবা যে বলল ডাক্তার কাকুর কাছ থেকে নিতে", মা বোধহয় ওখানে যাওয়া এড়াতে চাইছে।
"এখানে পাওয়া গেলে আর ওনার কাছে যেতে হবে না ", মার উত্তরে আমার বেশ রাগ হল। লোকটা আমাদের এতো উপকার করছে, ওকে এড়িয়ে কি হবে। সাহায্যের জন্যে আবার তো হাত পাততেই হবে।
কম্পাউন্দার হতাশ করলো মা কে। বলল যে কলকাতা থেকে অর্ডার দিতে হবে। ডাক্তার বাবুর কাছে কিছু স্যাম্পেল আছে সেগুলো নিয়ে ততদিন কাজ চালান।
মা ফেরত রিকশা নিয়ে ডাক্তার কাকুর বাড়ির দিকে রওয়ানা দিলো। আমি কিছুক্ষন অপেক্ষা করার পর, নন্তু কে বললাম, "চল"।
কলাবাগান এর ভিতর দিয়ে শর্ট কার্ট মেরে আমরা ডাক্তার কাকুর বাড়ির পিছনের পাঁচিলের কাছে চলে এলাম। তারপরে টপাটপ পাঁচিল টপকে সোজা ভীতরে।
"কি ব্যাপার রে? কোন চাপের কিছু হতে পারে নাকি? স্বপ্না আসছে তো এখানে?", নন্তু চাপা স্বরে জিজ্ঞাসা করলো। আমি বলবনা বলবনা করেও বাবা মার ঝগড়ার ইতিবৃত্ত টা বলেই ফেললাম। নন্তুর তো পুরো দুচোখ ছানাবড়া, "আমার বাবা যদি মাগী টাকে তুলতে পারে তাহলে সারা জীবনের জন্যে আমার কাছে হিরো হয়ে থাকবে"।
ডাক্তার কাকুর কলতলার দরজা টা ভিতর থেকে ভ্যাজানো ছিল। অন্ধকার হল ঘর টা পা টিপে টিপে পেড়িয়ে ডিসপেনসারির দিকে যেতে ডান হাতের ছোট ঘরটা থেকে মা আর ডাক্তার কাকুর কথোপকথন শুনতে পেলাম। আমি আর নন্তু সিঁড়ির দেওয়ালের আড়ালে বসে ওদের কে দেখতে লাগ্লাম। এখান থেকে ওদের দুজঙ্কেই স্পষ্ট দেখা যাচ্ছিলো।
"মা, তুমি এখানে?", আমি আর নন্তু একটু এগিয়ে গিয়ে জিগাসা করলাম।
"ওহ তুই এখানে আছিস। ওই পাড়ার দোকান টা আজকে বন্ধ রেখেছে তাই এখানে একবার খুজে দেখতে এলাম", মা বলল।
"বাবা যে বলল ডাক্তার কাকুর কাছ থেকে নিতে", মা বোধহয় ওখানে যাওয়া এড়াতে চাইছে।
"এখানে পাওয়া গেলে আর ওনার কাছে যেতে হবে না ", মার উত্তরে আমার বেশ রাগ হল। লোকটা আমাদের এতো উপকার করছে, ওকে এড়িয়ে কি হবে। সাহায্যের জন্যে আবার তো হাত পাততেই হবে।
কম্পাউন্দার হতাশ করলো মা কে। বলল যে কলকাতা থেকে অর্ডার দিতে হবে। ডাক্তার বাবুর কাছে কিছু স্যাম্পেল আছে সেগুলো নিয়ে ততদিন কাজ চালান।
মা ফেরত রিকশা নিয়ে ডাক্তার কাকুর বাড়ির দিকে রওয়ানা দিলো। আমি কিছুক্ষন অপেক্ষা করার পর, নন্তু কে বললাম, "চল"।
কলাবাগান এর ভিতর দিয়ে শর্ট কার্ট মেরে আমরা ডাক্তার কাকুর বাড়ির পিছনের পাঁচিলের কাছে চলে এলাম। তারপরে টপাটপ পাঁচিল টপকে সোজা ভীতরে।
"কি ব্যাপার রে? কোন চাপের কিছু হতে পারে নাকি? স্বপ্না আসছে তো এখানে?", নন্তু চাপা স্বরে জিজ্ঞাসা করলো। আমি বলবনা বলবনা করেও বাবা মার ঝগড়ার ইতিবৃত্ত টা বলেই ফেললাম। নন্তুর তো পুরো দুচোখ ছানাবড়া, "আমার বাবা যদি মাগী টাকে তুলতে পারে তাহলে সারা জীবনের জন্যে আমার কাছে হিরো হয়ে থাকবে"।
ডাক্তার কাকুর কলতলার দরজা টা ভিতর থেকে ভ্যাজানো ছিল। অন্ধকার হল ঘর টা পা টিপে টিপে পেড়িয়ে ডিসপেনসারির দিকে যেতে ডান হাতের ছোট ঘরটা থেকে মা আর ডাক্তার কাকুর কথোপকথন শুনতে পেলাম। আমি আর নন্তু সিঁড়ির দেওয়ালের আড়ালে বসে ওদের কে দেখতে লাগ্লাম। এখান থেকে ওদের দুজঙ্কেই স্পষ্ট দেখা যাচ্ছিলো।