23-08-2021, 12:43 PM
(This post was last modified: 23-08-2021, 12:55 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(23-08-2021, 12:25 PM)Sanjay Sen Wrote: বুম্বা এবং বাকিরা আপডেটটির সম্বন্ধে সবকিছুই বলে দিয়েছে, তাই নতুন করে কিছু বলার নেই। তবে আমি একটা অন্য কথা বলতে চাই।
এই গল্পের পরিসমাপ্তি যখন অনেকেরই জানা (যারা তোমার ওই short story টা পড়েছিল) অর্থাৎ এই গল্পের শেষে কি হতে চলেছে সেই নিয়ে কারোর মাথাব্যাথা থাকার কথা নয়। এক্ষেত্রে তোমার অর্থাৎ লেখকের সব থেকে বড় চ্যালেঞ্জ বর্তমান ঘটনাগুলিকে আরো আকর্ষক করে পাঠকদের কাছে পরিবেশন করা, যাতে তারা গল্পটি পড়তে আকৃষ্ট হয় এবং এই কাজটা তুমি ভালোই করছো।
লাইক এবং রেপু added
একদম ঠিক কথাই বলেছো সেন-দা।
তোমার কথার সঙ্গে আমি কিছু জায়গায় একমত আবার এক জায়গায় দ্বিমত পোষণ করছি।
এ কথা সত্যি, কাহিনীর শেষটা কি হবে এ কথা যখন জানা থাকে তখন সেই গল্পের বর্তমানকে পাঠকদের কাছে খুব ভালোভাবে পরিবেশন করতে হয়, otherwise some may not be interested in reading that story .. আর এক্ষেত্রে লেখক খুব ভালোভাবে এই কাজটা করছে তাই জন্যই এই কাহিনীটিতে এত সাড়া পাচ্ছে।
কিন্তু আবার অন্য দিক থেকে দেখতে গেলে গল্পের শেষ জানা থাকলে সেই গল্প এগিয়ে নিয়ে যেতে লেখকের সুবিধাই হয়। যেমন আমি কোনো গল্প শুরু করার আগেই ঠিক করে ফেলি গল্পের শেষটা কিভাবে করবো। তাই মাঝখানের এপিসোড গুলোতে কোনো কোনো বুদ্ধিমান পাঠকের suggestions নিলেও, গল্পের শেষের ব্যাপারে কারো কথায় কর্ণপাত করি না।