23-08-2021, 12:38 PM
সুখ দুঃখ বড্ড আপেক্ষিক। প্রতি নিয়ত দুটিতে যুদ্ধ চলে। এ বলে তো আমায় দ্যাখ তো ও বলে আমায় দ্যাখ। আমরা সাধারন মানুষ রা এর মাঝের জাঁতাকলে পরে বড় পিষ্ট হই। না না এটা আমার কথা না , আমার বিশ্বাস এ সবার মনে কথা। নিজেকে সুখী ভাবার উপায় নেই। হি হি দুঃখ তখন বড্ড দুঃখ পেয়ে যায়। সাথে সাথেই চলে আসে নিজের উপস্থিতি জানান দিতে। বলে ওরে আমিও আছি। আর সত্যি ই তো দুঃখ না থাকলে আমরা সুখ কে জানবই বা কি ভাবে। ঠিক যেমন অন্ধকার বলে কিছু হয় না। বিজ্ঞানী রা বলেন অন্ধকার বলে কিছু নেই। আছে আলোর অনুপস্থিতি। জীবনে তাই সুখ বলে কিছু নেই। আছে দুঃখ না থাকার করুনা। তাই মাঝে মাঝে ওই দুঃখ না থাকার করুনা কে সুখ বলে ভুল করি। জিনির ও সেটাই হল। শুয়েছিল বেশ। ঘুমচ্ছিল খুব শান্তি তেই। কিন্তু কিছুক্ষনের মধ্যেই শিবার ফোন টা বেজে উঠল বেয়ারা রকম ভাবে। জিনির মনে হচ্ছিল ভেঙ্গে ফেলতে ফোন টা কে। কিন্তু নিজেকে ছাড়িয়ে কোনও রকমে উঠে শিবার ঘর থেকে ফোন টা তুলেই দেখল মুস্তাফা দার ফোন। অনেকক্ষণ বাজছে। তাই সময় নষ্ট না করে হ্যালো বলতেই ও প্রান্ত থেকে মুস্তাফা দার চিন্তিত অথচ একটু ভয়ার্ত গলায় “শিবা কোথায়” শুনেই জিনি দেরি করল না।
- শিবা অ্যাই শিবা, মুস্তাফার ফোন” জোরে জোরে শিবা কে নড়াচ্ছিল জিনিয়া।কিন্তু আহা রে ছেলেটা মনে এত ডিপ অনেকদিন পরে ঘুমল। কিন্তু তুলতেই হবে। “ অ্যাই শিবা শুনছিস, অ্যাই ওঠ না। দাদা ফোন করেছে তো” !!!!!
জিনিয়ার আওয়াজে শিবা পাপি দুজনাই উঠে পড়ল। শিবা ধড়মড় করে উঠে নিজেকে জিনিয়ার বিছানায় আবিষ্কার করে অবাক হলেও মুস্তাফা দার ফোন শুনে নিজের অবাক হওয়া টা বেশিক্ষন ধরে মানাতে পারল না।
হ্যালো”। জিনিয়া শুধু শিবার কথা টা শুনতে পাচ্ছে। ও পাপি কে নিয়ে বাথরুম করিয়ে এ সি টা বন্ধ করল। আর শিবা মাঝে একবার বলে উঠল শুধু – সে কি!!!!!!। আর বাকি কথা গুলো শুধু হু আর না এ জবাব দিল। প্রায় মিনিট দশ কথা বলে ফোন টা কাটার আগে বলল- আমি আসছি...
- শিবা অ্যাই শিবা, মুস্তাফার ফোন” জোরে জোরে শিবা কে নড়াচ্ছিল জিনিয়া।কিন্তু আহা রে ছেলেটা মনে এত ডিপ অনেকদিন পরে ঘুমল। কিন্তু তুলতেই হবে। “ অ্যাই শিবা শুনছিস, অ্যাই ওঠ না। দাদা ফোন করেছে তো” !!!!!
জিনিয়ার আওয়াজে শিবা পাপি দুজনাই উঠে পড়ল। শিবা ধড়মড় করে উঠে নিজেকে জিনিয়ার বিছানায় আবিষ্কার করে অবাক হলেও মুস্তাফা দার ফোন শুনে নিজের অবাক হওয়া টা বেশিক্ষন ধরে মানাতে পারল না।
হ্যালো”। জিনিয়া শুধু শিবার কথা টা শুনতে পাচ্ছে। ও পাপি কে নিয়ে বাথরুম করিয়ে এ সি টা বন্ধ করল। আর শিবা মাঝে একবার বলে উঠল শুধু – সে কি!!!!!!। আর বাকি কথা গুলো শুধু হু আর না এ জবাব দিল। প্রায় মিনিট দশ কথা বলে ফোন টা কাটার আগে বলল- আমি আসছি...