23-08-2021, 12:25 PM
(This post was last modified: 23-08-2021, 12:25 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
বুম্বা এবং বাকিরা আপডেটটির সম্বন্ধে সবকিছুই বলে দিয়েছে, তাই নতুন করে কিছু বলার নেই। তবে আমি একটা অন্য কথা বলতে চাই।
এই গল্পের পরিসমাপ্তি যখন অনেকেরই জানা (যারা তোমার ওই short story টা পড়েছিল) অর্থাৎ এই গল্পের শেষে কি হতে চলেছে সেই নিয়ে কারোর মাথাব্যাথা থাকার কথা নয়। এক্ষেত্রে তোমার অর্থাৎ লেখকের সব থেকে বড় চ্যালেঞ্জ বর্তমান ঘটনাগুলিকে আরো আকর্ষক করে পাঠকদের কাছে পরিবেশন করা, যাতে তারা গল্পটি পড়তে আকৃষ্ট হয় এবং এই কাজটা তুমি ভালোই করছো।
এই গল্পের পরিসমাপ্তি যখন অনেকেরই জানা (যারা তোমার ওই short story টা পড়েছিল) অর্থাৎ এই গল্পের শেষে কি হতে চলেছে সেই নিয়ে কারোর মাথাব্যাথা থাকার কথা নয়। এক্ষেত্রে তোমার অর্থাৎ লেখকের সব থেকে বড় চ্যালেঞ্জ বর্তমান ঘটনাগুলিকে আরো আকর্ষক করে পাঠকদের কাছে পরিবেশন করা, যাতে তারা গল্পটি পড়তে আকৃষ্ট হয় এবং এই কাজটা তুমি ভালোই করছো।
লাইক এবং রেপু added