23-08-2021, 12:17 PM
(23-08-2021, 11:54 AM)Baban Wrote:আহা এই পর্ব পড়তে পড়তে পুরোনো দিন গুলো মনে পড়ে যেতে লাগলো.... আমি বা আমরাও তো ফেরার পথে এরকম সিডি কিনে ফিরতাম.. নতুন পুরোনো... আসলে সিডির দোকানে দাঁড়িয়ে চোখের সামনে এতগুলো ফিল্ম, গান এসবের সিডি দেখলেই কেমন যেন করতো... কোনটা নেবো কোনটা নেবো. সত্যিই কি সাধারণ কিন্তু মূল্যবান সময় ছিল.
যাইহোক এরা তাও ইংরেজি ভুতের ফিল্ম নিয়েছিল..... হিন্দি হলে তো ভুতের বদলে অন্যকিছু দেখতো বেশি তবে ওই ভয়ের চিৎকারে যেন কোথাও একটা লাভ হলো. একজনের মুখে হাসি ফুটে উঠলো. আর হলুদ পার্টি..... উফফফফ নাজুক নাজুক
যদিও হাইট নিয়ে কিছু বলা উচিত হবেনা... কারণ কার হাইট কখন কিভাবে বাড়বে বোঝা যায়না.. তাও একটা মানে ক্লাস এইটে সাড়ে পাঁচ ফিট.. আবার বলছে আর বাড়বেনা..... কিন্তু তাহলে তো আরও বৃদ্ধি পাবার কথা কারণ ঐটাই তো বারার সময় . যাই হোক এটা নিয়ে বেশি কিছু বলা ঠিক হবেনা.
খুবই মাথা খাটিয়ে লিখে যাচ্চো প্রতিটা পর্ব. খুব ভালো..... রাজ বাবুর মতো আমিও বলছি - চালিয়ে যাও
ছোটবেলার কথা দাদা, ক্যাসেটের দোকানে গিয়েই মনে হতো আহারে কতকিছুই না আছে দেখার আর আমি কিনা এখনো কিছুই দেখে উঠতে পারলাম না। মনে হতো যেন সবকিছু একেবারেই নিয়ে যাই। আজ সারা দুনিয়াই থাকে পকেটে (স্মার্টফোন ইন্টারনেট)! কিন্তু কেন যেন দাদা ছোটবেলার সেই ভিসিআর দেখার আনন্দটা আর পাইনা