23-08-2021, 12:13 PM
কাঙ্খিত আপডেট, আকাশ সুচিত্রার খুনসুটি মান অভিমান মনে করিয়ে দেয় অনেকটাই নিজেদের বাল্যকালকে। তবে বিশেষ করে আকাশ সুচিত্রার ভুতের ছবি দেখাটা মনে করিয়ে দিলো আমার নিজের ছোটবেলায় যখন ভিসিআরে হিন্দি ভুতের সিনেমা Tahkhana প্রথমবার দেখেছিলাম এবং তারপর বেশ কিছুদিন যাবৎ আমার নিজেরই একা একা থাকাটা দুস্কর হয়ে উঠেছিল ভয়ে! ছবিটা একবারই দেখেছিলাম যা কিনা ভুতের ছবি দেখার সাধ মিটিয়ে দিয়েছিলো পরে। কিন্তু ছবির কেন্দ্রীয় অভিনেতা হেমন্ত বিরজে এবং কামরান রিজভীর অভিনয়টা অসাধারণ লেগেছিলো।
এবারে অপেক্ষা আকাশ আর সুচিত্রার যৌবনে পদার্পন দেখার।
এবারে অপেক্ষা আকাশ আর সুচিত্রার যৌবনে পদার্পন দেখার।