21-08-2021, 12:45 AM
(13-07-2021, 07:17 PM)DHRITHARASTHA Wrote: পর্ব ৪ ।দাদা একটা পর্ব ও কোথাও পাচ্ছি না এই গল্পের, মূল পর্ব গুলোর লিংক টা দেয়া যাবে।
____________ ।
চোখের বদলে চোখ ।
চেয়ারে বেঁধে রাখা মৃত মানুষটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিল রজনী। হাতে পায়ের কোন নখ আর অবশিষ্ট ছিল না মানুষটার, পেচ্ছাবে আর রক্তে নগ্ন মানুষটা সম্পূর্ণ ভিজে ছিল । হাত পাগুলো চেয়ারের সঙ্গে শক্ত করে নাইলন দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে সেখানে কালশিটে পরে রক্ত জমে গেছিলো । তবে যখন ফরেনসিকের টিমের একটা ছেলে তাঁর গ্লাভস পরা হাতে স্যারের নীচের দিকে ঝুঁকে থাকা মুখটা তুলেছিল, তখনই যেন রজনীর সামনে পৃথিবীটা স্থির হয়ে গেছিলো।
স্যারের দু চোখের জায়গায় দুটো রক্তাক্ত অন্ধকার গর্ত ছাড়া কিছুই ছিল না আর স্যারের চেয়ারের পেছনের সাদা দেওয়ালে রক্ত দিয়ে বড় বড় করে লেখা ছিল '' চোখের বদলে চোখ '' !
আসছে কাল রাতে, পর্ব ৪।
আমি আন্তরিক ভাবে ক্ষমা পার্থী আপডেট দিতে দেরি হবার জন্য। পারলে ক্ষমা করবেন আমায়,সবাই সুস্থ থাকুন ।