20-08-2021, 05:28 PM
স্বামী চলে গেলেও কাম-তাড়না পিছু ছাড়েনি।কাম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে মানুষ নিজেই জানেনা।শরীরে একটা অস্বস্তি জড়িয়ে আছে। স্নানের সময় একবার খেচে দিলে কেটে যাবে।লালায় মাখামাখি বাড়া।একটা ছেড়া কাপড় দিয়ে মুছে টোষ্ট চিবোচ্ছি।বাড়াটা সম্পুর্ণ নেতিয়ে যায় নি।চা নিয়ে ঢুকল মাসী। মুখে মৃদু হাসি চাপা। এক কাপ এগিয়ে দিল পারুল আর এক কাপ নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমুক দেয়।মনে মনে ভাবে দাদাবাবুকে কি জাগাতে পারেনি?এমন তো হবার কথা নয়।আশা করেছিল পিছু পিছু রান্না ঘরে আসবে জড়িয়ে ধরবে।পারুল মৃদু আপত্তি করবে। দাদাবাবু বলবে,আমি আর পারছি না পারুল। সেসব কিছু না দিব্যি টোষ্ট চিবোচ্ছে।নারীত্বের অহমিকায় লাগে।আরও ভাল করে জাগাতে হবে দাদাবাবুকে।ধ্বজভঙ্গ নয় মুখে নিয়ে বুঝেছে।শেষে মনে হচ্ছিল যেন ঢেকির মোনা।
--দাঁড়িয়ে কেন বোসো।ভদ্রতার খাতিরে বলি।
--দাঁড়িয়ে কেন বোসো।ভদ্রতার খাতিরে বলি।